অমিতাভ বচ্চন বা শাহরুখ-সলমনের পোষ‍্য কুকুররা যদি নকল করত তাদের ‘সিগনেচার’ সংলাপ বলার স্টাইল? দেখুন ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: প্রত‍্যেক বলিউড (bollywood) তারকারই কথা বলার বা সংলাপ বলার একটা আলাদা ধরন আছে। মিমিক্রি আর্টিস্টদের প্রায়ই দেখা যায় জনপ্রিয় বলি তারকাদের সংলাপ বলার নকল করতে। সেক্ষেত্রে শুধুমাত্র কথার ধরন শুনেই দিব‍্যি বোঝা যায় কোন তারকা। কিন্তু ভাবুন তো এই তারকাদের পোষ‍্য কুকুররা (pet dog) কেমন ভাবে ডাকবে? যদি তাদের ডাকও বলি তারকাদের সংলাপ বলার মতো হয় তাহলে কেমন হবে?
বুঝতে পারলেন না? তাহলে খোলসা করেই বলি। সোশ‍্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও (video) ভাইরাল (viral video) হয়েছে যেখানে এক যুবক দেখিয়েছেন বলি তারকাদের পোষ‍্যরা যদি তাদের সংলাপ বলার ধরনে ডাকত তাহলে কেমন হত। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, নানা পাটেকর, হৃতিক রোশন বা সলমন খানের পোষ‍্যরা নকল করছে তাদের ‘সিগনেচার’ সংলাপ বলার স্টাইল। শুধু ভাষাটা মানুষের নয়, কুকুরের।
ভিডিওটি দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটজনতা। তবে সকলেই স্বীকার এমনও যে হতে পারে তা তাদের মাথায় আসেনি। সেই সঙ্গে ওই যুবকের প্রতিভারও তারিফ করেছে নেটিজেনরা। নিখুঁত কায়দায় প্রত‍্যেক বলি তারকার সিগনেচার স্টাইল নকল করেছেন তিনি। জানা গিয়েছে ওই যুবকের নাম দীপেন্দ্র সিং।

IMG 20200802 203117
ভিডিওটিতে ইতিমধ‍্যেই ১০ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। লাইক পড়েছে ৮৬ হাজার। ২৭ হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে এই ভিডিও।
সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।

https://www.facebook.com/sobi.maya.108/videos/613864479236439/?sfnsn=wiwspwa&extid=hnYkzmXPde0mNwZP&d=w&vh=e

এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ‍্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর