ভারতে বেকারত্ব কমেছে ২৪ শতাংশ, বাংলায় কমেছে ৪০ শতাংশঃ কেন্দ্রকে খোঁচা দিলেন মমতা ব্যানার্জী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) করোনা সংকটের মধ্যেও বাংলাকে (West bengal) নিয়ে সর্বদাই আশ্বস্ত বানী দিয়েছেন। এই সংকটের দিনে মুখ থুবড়ে পড়া অর্থনীতি এবং বেকারত্ব নিয়ে বহুবার কটাক্ষ করছেন কেন্দ্র সরকারকে। তবে এরই মধ্যে CMIE-এর তথ্য নিয়ে বাংলা ও পুরো দেশের বেকারত্ব ও কর্মসংস্থানের হারের তুলনা করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ট্যুইট
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী তাঁর এক ট্যুইট বার্তায় জানান, ‘করোনা এবং লকডাউনের মধ্যেও হিসাব করে দেখা গেছে, গোটা বিশ্বে বেকারত্ব কমার হার ২৪ শতাংশ হলে, বাংলায় কমেছে ৪০ শতাংশ। কোন দুর্যোগই থামাতে পারেনি বাংলাকে। এইভাবেই বাংলার যুবক যুবতীরা একদিন বিশ্বকে পথ দেখাবে বলে আমি মনে করি’।

কাজ পেয়েছে বাংলার মানুষ
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কর্মসাথী প্রকল্পের আয়ত্তায় ঋণ নিয়ে বাংলার প্রচুর ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। নিজের ব্যবসা শুরু করতে পেরেছে। শুধু তাই নয়, করোনার জেরে ফিরে আসার পরিযায়ী শ্রমিকদের এরাজ্যেই ১০০ দিনের কাজে বহাল করা হচ্ছে। এমনকি, লকডাউনের ফলে ছাটাই হওয়া IT কর্মীদের জন্য সরকারি পোর্টালও চালু করা হয়েছে।

CMIE-র রিপোর্ট
সম্প্রতি গোটা দেশের নিরিখে প্রকাশিত হওয়া CMIE-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মে মাসের তুলনায় কমে জুন মাসে দেশে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১১%। তবে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হারের পরিমাণে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, যা কমে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৬.৫%।

সম্পর্কিত খবর

X