বাংলাহান্ট ডেস্কঃ সংবাদের শিরোনামে আবারও উঠে আসছে সারদাকান্ডের নাম। বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই CBI (Central Bureau of Investigation) টিম এই কেসের চূড়ান্ত চার্জশিট পেশ করতে চলেছে বলে জানা গিয়েছে তদন্তকারী সংস্থা সূত্রে। আরও জানা গিয়েছে, এই চার্জশিটে মোট ৬ জনের নামও থাকতে পারে।
চার্জশিট পেশ সারদাকান্ডের
২০১৩ সাল থেকে চলে আসা চিট ফান্ড কোম্পানি সারদাকান্ডে ধরপাকড় করে বহু তৃণমূল নেতামন্ত্রী গরাদের ওপাশে গেছেন। সেই কেসের আবারও নতুন করে চার্জশিট পেশ করতে চলেছে CBI টিম, এমনটাই জানা গিয়েছে। এই কান্ডের সঙ্গে যুক্ত দোষীদের খুঁজে বের করার নির্দেশও দিয়েছে আদালত।
থাকতে পারে ৬ জনের নাম
CBI সূত্র থেকে জানা গিয়েছে, এই সারদাকাণ্ডের চূড়ান্ত চার্জশিটে থাকতে পারে মোট ৬ জনের নাম। যার মধ্যে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের পাশাপাশি থাকতে পারে এক IPS আধিকারিকের নামও। এই কেসের পুনরায় চূড়ান্ত চার্জশিট পেশের খবর শুনে ইতিমধ্যেই থরহরি কম্প শুরু হয়েছে বিভিন্ন মহলে।
শোনা গিয়েছে, এই চার্জশিটে পুলিশ আধিকারিক এবং IPS আধিকারিকের নামের পাশাপাশি সাক্ষী হিসাবে এক বিজেপি নেতার নাম থাকতে পারে। সেইসঙ্গে এক প্রাক্তন IPS আধিকারিকেও সাক্ষী করা যেতে পারে।
পুজোর পরই শুরু হবে কেসের কাজ
আরও জানা গিয়েছে, পুজোর পরই এই কেসের চার্জশিট আদালতে পেশ করা যেতে পারে। ইতিমধ্যে চার্জশিটের খসড়া কলকাতা থেকে দিল্লীর সিবিআইয়ের সদর দফতরে পৌঁছে গেছে। তারপরই সেখান থেকে গ্রিন সিগন্যাল মিললেই পুজোর পরই তা আদালতে পেশ করা হবে। সেইসঙ্গে রোজভ্যালি, আইকোর-সহ একাধিক চিটফান্ড কাণ্ডও দ্রুত নিস্পত্তির পথে রয়েছে।