বাংলাহান্ট ডেস্কঃ ভারতে ব্যান PUBG মোবাইলের শেষকৃত্য সম্পন্ন করল একদল যুবক, ভাইরাল ভিডিওতে (viral video) উঠে এসেছে এমনটাই। মুহূর্তে ভাইরাল হয়েছে এই চরম হাসির ভিডিও, যা দেখে হেসে খুন নেটজনতা।
সাধারণত পরিবার বা কাছের কোনো মানুষ মারা গেলে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। বর্তমান যুবসমাজের একটা বড় অংশ ছিল পাবজি গেমে আসক্ত। তাই প্রিয় গেমের বিদায় দিল তারা ঘটা করেই। রীতিমতো শ্মশানযাত্রা থেকে অন্ত্যেষ্টিক্রিয়া সবই হল। যা দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যায়, একটি বাক্সে পাবজির ছবি লাগিয়ে ‘winner winner chicken dinner ‘ ধ্বনিতে শ্মশান যাত্রা চলেছে পাবজির৷ পাবজির ছবি সামনে রেখেও চলে কান্নাকাটি।
কিছুদিন আগেই আরো ১১৭ টি অ্যাপের সাথে ব্যান করা হয়েছিল জনপ্রিয় PUBG mobile গেমটিকে। যার ফলে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে নির্মাতা সংস্থাদের। এবার পাবজি মোবাইলের ফিরে আসা নিয়ে বড় সড় ইঙ্গিত দিল পাবজির নির্মাতা সংস্থা পাবজি মোবাইল কর্পোরেশন। বলে রাখি, পাবজির মূল সংস্থা দক্ষিণ কোরিয়ান ব্লু হোল। চীনের টেনসেন্ট গেমের সাথে একসাথে গেমটি চালাত তারা। চীনা যোগের জন্যই ব্যান করা হয় পাবজি
পাবজি কর্পোরেশন জানিয়েছে, তারা জানে এই মুহুর্তে সারা বিশ্ব এই ব্যানের দিকে তাকিয়ে আছে৷ তারা নিশ্চিত করে চীনের টেনসেন্ট গেমের সাথে পাবজি সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে। খুব শীঘ্রই চীনের টেনসেন্ট কোম্পানির থেকে সমস্ত দ্বায়িত্ব তারা নিজেদের কাঁধে তুলে নেবে। যার ফলে পাবজি মোবাইলের সাথে চীনের কোনো সম্পর্কই থাকবে। দক্ষিণ কোরিয়ান এই কোম্পানির এমন অফিসিয়াল স্টেটমেন্টে ফিরে আসার সম্ভাবনা দেখছে ওয়াকিবহল মহল।