প্রতি ঘন্টায় ১৩৮০০০০০০ টাকা কামায় মুকেশ আম্বানি, কিছু দেশের জিডিপির থেকেও বেশি সম্পত্তি এনার

ভারত (india) ও এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানি (mukesh ambani)। শুধু করোনাকালে যখন দেশের কয়েক কোটি মানুষ দারিদ্র সীমার নীচে চলে গিয়েছেন সেই সময় তিনি আয় করেছেন ৩৫,৩৩,২৮, ৭২,০০,০০০ টাকা। হ্যাঁ,  টাকার অঙ্কটা পড়তে গেলে আপনাকে ভিরমি খেতেই হবে। ডলারের হিসাবে এই আয় ৪৮ বিলিয়ন ডলার। আমার আপনার কাছে হয়তো এক মিনিট কিছুই না। কিন্তু এই এক মিনিটেই তিনি আমাদের অনেকের ৫ থেকে ১০ বছরের সমান আয় করেন। আসুন জেনে নি এই ধনী মানুষটি সম্পর্কে ৫ টি অজানা তথ্য

jio 2019

১. গত ১০ বছরে মুকেশ অম্বানি নিজের সম্পত্তির পরিমান বাড়িয়েছেন ৩ গুন। ২০১০ সালে যেখানে তার ২৭ বিলিয়ন ডলারের সম্পত্তি ছিল সেখানে এই মুহুর্তে তার মোট সম্পত্তি ৮০ বিলিয়ন ডলার হয়েছে। গত ৫ মাসেই তিনি আয় করেছেন ৪৮ বিলিয়ন

IMG 20200919 205307

২. মুকেশ অম্বানি থাকেন ২৭ তলা একটি বাড়িতে যার নাম ‘এন্টালিয়া’। এটি পৃথিবীর অন্যতম সেরা বাড়ি গুলির একটি। তৈরি করতে খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকা।

IMG 20200919 205147

৩. ভারতের দ্বিতীয় ধনী রাধা কিষান ধামানীর থেকে ৪ গুনের বেশী সম্পত্তি মুকেশের। ধামানির সম্পত্তির পরিমান ১৭.৮ বিলিয়ন ডলার,  সেখানে মুকেশ অম্বানির সম্পত্তি ৮০ বিলিয়ন ডলার

IMG 20200919 205237

৪. ২০১৯ সালে মুকেশ অম্বানির সম্পত্তির পরিমান বেড়েছে প্রতিদিন ৩৩ কোটি টাকা করে।

৫. আফগানিস্তান, বসনিয়া, বতসোয়ানার মত বেশ কিছু দেশের জিডিপির তুলনায় তার সম্পত্তির পরিমান বেশি। ভারতের ৯ টি রাজ্যের জিডিপির সমান তার মোট সম্পদের পরিমাণ


সম্পর্কিত খবর