সুখবর! পুজোর আগেই ৭০ হাজার চাকরির ঘোষণা করল এই সংস্থা

করোনা আবহে এবারের দুর্গাপূজার আনন্দ অনেকের কাছেই মাটি হয়ে গেছে। উৎসবের মরশুমে কাজ না থাকায় অনেকেরই মন খারাপ। এবার তাদের জন্য সুখবর নিয়ে এল Flipkart. ৭০ হাজারের বেশি প্রত্যক্ষ এবং কয়েক লাখ অপ্রত্যক্ষ কাজের কথা ঘোষনা করল অনলাইন ই-কমার্স সংস্থাটি।

flip

মার্কিন সংস্থা ওয়ালমার্ট তার ই-কমার্স ইউনিট ফ্লিপকার্টে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানা যাচ্ছে। ফ্লিপকার্ট জানিয়েছে যেডেলিভারি এক্সিকিউটিভ, পিকার্স, প্যাকার এবং সোর্টার – প্রভৃতি পদে মোট ৭০ হাজার লোক সরাসরি নেবে তারা। এছাড়া কিরানা স্টোর সহ অন্যান্য ক্ষেত্রে কাজ মিলবে আরো কয়েক লাখের।

ইকার্ট এবং মার্কেটপ্লেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিতেশ ঝা বলেছেন, ৫০,০০০ এরও বেশি কিরনা স্টোর ও কয়েক মিলিয়ন প্যাকেজ সরবরাহের জন্য হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ফ্লিপকার্ট ক্লাসরুম এবং ডিজিটাল প্রশিক্ষণের মিশ্রণের মাধ্যমে নতুন কর্মীদের প্রশিক্ষণ দেবে এই সংস্থা।

পাশাপাশি, অনলাইন অর্ডারের দাবি বাড়ার পর ই-কমার্স কোম্পানি অ্যামাজন (Amazon) ১ লক্ষ নতুন চাকরি (Job) দেবে বলে ঘোষণা করল। কোম্পানি জানিয়েছে যে, নতুন নিযুক্ত স্থায়ী আর অস্থায়ী দুটো পদেই হবে। নতুন কর্মচারীরা অর্ডারের প্যাকিং, ডেলিভারি সহ অন্যান্য বিভাগে কাজ করবে।

আরেকদিকে, সামগ্রী ডেলিভারি সমেত লজেস্টিক সুবিধা উপলব্ধ করানো ইকম এক্সপ্রেস (Ecom Express) আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৩০ হাজার মানুষকে জীবিকা (Job) দেওয়ার যোজনা বানিয়েছে। তবে এই চাকরি অস্থায়ী হবে। কোম্পানি ই-বাণিজ্য (E Commerce) কোম্পানি গুলর সাথে উৎসবের মরশুমে বেরে চলা প্রয়োজন সম্পূর্ণ করতে নতুন নিযুক্তি করার যোজনা বানিয়েছে। কোভিড-১৯ এর আগে কোম্পানির কর্মচারীর সংখ্যা ২৩ হাজারের মতো ছিল। কোম্পানি লকডাউনের পর বেড়ে চলা অনলাইন অর্ডারের প্রয়োজন মেটাতে বিগত কয়েক মাসে ৭ হাজার ৫০০ নতুন কর্মচারী নিযুক্ত করেছে।

 


সম্পর্কিত খবর