অধিনায়ক কোহলির এই ৩টি বড় ভুল ভারতের সিরিজ হারের কারন হয়ে দাঁড়ালো

বাংলা হান্ট ডেস্কঃ করোনা পরবর্তী পরিস্থিতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়েই বাইশগজে কামব্যাক করেছিল টিম ইন্ডিয়া। তবে এই কামব্যাক ভারতীয় দলের জন্য খুব একটা সুখের হল না, কারণ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরেই সিরিজ খোয়ালো বিরাট কোহলির টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের হারের ধারা অব্যহত। পরপর দুটি ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারতে হল টিম ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে 66 এবং দ্বিতীয় ম্যাচে 51 রানে হারতে হয়েছে ভারতকে।

আর এই ম্যাচে ভারতের হারের পেছনে অন্যতম প্রধান কারণ অধিনায়ক বিরাট কোহলির তিনটি ভুল সিদ্ধান্ত। যা অজিদের বিরুদ্ধে অনেকটা পিছিয়ে দিয়েছিল ভারতকে।

173317939e1ddd04c7788dda201b25fc22fce938ed6d7adeb83b657fdb148e972758ec711

আইপিএল সামান্য চোট পেয়েছিলেন ভারতীয় পেসার নবদীপ সাইনি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেটা টের পায় ভারতীয় দল, প্রথম ম্যাচে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করে নবদীপ সাইনি। তার সত্বেও চোট থাকা এই বোলারকে দ্বিতীয় ম্যাচে খেলান অধিনায়ক বিরাট কোহলি এবং দ্বিতীয় ম্যাচেও মাত্র সাত ওভার বল করে 70 রান দেন নবদীপ সাইনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচেই নবদীপ সাইনির বলে কোন প্রকার কন্ট্রোল ছিল না। লাগামহীন বল করার সঙ্গে একাধিক ওয়াইড বল করেন তিনি।

saini odi ap 1577009607

হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের অন্যতম প্রধান অলরাউন্ডার। ব্যাট এবং বল দুটি ক্ষেত্রেই তিনি ভাল পারফরম্যান্স করে থাকেন। তার সত্ত্বেও হার্দিক পান্ডিয়া কে দিয়ে কম ওভার বল করানো হয় এই ম্যাচে। চার ওভার বল করে গড়ে 6 করে রান দেয় হার্দিক পান্ডিয়া তুলে নেয় স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট। তার সত্ত্বেও হার্দিক পান্ডিয়াকে দিয়ে বেশি ওভার বল করে নি অধিনায়ক কোহলি।

Yuzvendra Chahal 1

বুমরাহ, মহম্মদ সামি, যুজবেন্দ্র চাহাল এর মত সিনিয়র বোলাররা একেবারে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। তার সত্বেও নতুন বোলার টি নটরাজনকে একবারের জন্যও সুযোগ দিয়ে দেখলেন না অধিনায়ক কোহলি।


Udayan Biswas

সম্পর্কিত খবর