বাংলাহান্ট ডেস্কঃ অনলাইন গেমিং (online gaming) আপনার আর্থিক ক্ষতির কারণ, এমনটাই জানাল কেন্দ্রীয় ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রক। বিভিন্ন টিভি চ্যানেলে অনেকে সময়ই অনেক ধরণের অনলাইন গেমিং সাইটের বিজ্ঞাপন দেওয়া হয়। কেন্দ্রীয় ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রক জানিয়েছে, সেই সকল বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়ে প্রভূত আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে।
মানুষকে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদ থেকে রক্ষা করতে কেন্দ্রীয় ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রক এক নতুন নির্দেশিকা জারি করল। নির্দেশিকায় বলা হয়েছে, যখন টিভিতে অনলাইন গেমিং এবং ফ্যান্টাসি স্পোর্ট সাইটের বিজ্ঞাপন দেখানো হবে, তখন যেন একটি স্ট্যাটিউটরি ‘ওয়ার্নিং’ (Warning)ও দেখানো হয়। শুধুমাত্র ইলেক্ট্রনিক মিডিয়াতেই নয়, অনেকক্ষেত্রে প্রিন্ট মিডিয়াতেও এই ধরণের বিজ্ঞাপন দেখানো হয়। সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিজ্ঞাপন ঠিক যেই ভাষাতে দেওয়া হবে, ঠিক সেই ভাষাতেই এই ওয়ার্নিংও দেখাতে হবে। বিজ্ঞাপনের শেষে, এমনকি বিজ্ঞাপন চলাকালীন আওয়াজেও ওয়ার্নিং দিতে হবে। সর্বপরি প্রিন্ট মিডিয়ায় ক্ষেত্রে জানানো হয়েছে, মানুষ অনেক সময় প্রিন্ট মিডিয়ায় এই ধরণের বিজ্ঞাপন দেখে বেশি আকৃষ্ট হয়ে পড়ে। সেক্ষেত্রে ওয়ার্নিং অবশ্যই ২০% এর বেশি জায়গা জুড়ে দিতে হবে।
আগামী ১৫ ই ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে। সেইসঙ্গে আরও বলা হয়েছে, ১৮ বছরের নীচে কোন শিশুকে এই ধরণের বিজ্ঞাপন একদমই দেখানো যাবে না। কারণ হিসাবে দেখানো হয়েছে, এই ধরণের অনলাইন গেমিং গ্যাম্বলিং বা এই ধরণের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকায় এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে।