বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে (India vs Australia 1st Test match) প্ৰথম ইনিংস শেষে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া (Indian cricket team)। তবে ভারতের চিন্তা বাড়াচ্ছে দলের খারাপ ফিল্ডিং। ভারতের খারাপ ফিল্ডিংয়ের জেরে প্রথম টেস্টে দু দু’বার জীবনদান পান অজি ব্যাটসম্যান মার্কস ল্যাবুশানে। উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা এবং পৃথ্বী শ পরপর দুটি সহজ ক্যাচ মিস করেন ল্যাবুশানের। যার ফলে জীবন দান পান ল্যাবুশানে।
https://twitter.com/ICC/status/1339846721636065280?s=20
তবে একদিকে যেমন ভারতের অন্যান্য ফিল্ডাররা একের পর এক ক্যাচ মিস করেছেন তখন উড়ে গিয়ে দুরন্ত ক্যাচ ধরে সকলকে অবাক করে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অভিষেক টেস্টে ব্যাটিং করতে আসেন অজি ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন। রবিচন্দ্রন অশ্বিনের বলে একটি দুরন্ত শট খেলেন তিনি কিন্তু উড়ে গিয়ে সেই বল তালুবন্দি করে ফেলেন ক্যাপ্টেন কোহলি। 11 রান করে প্যাভিলিয়নে ফিরে যান ক্যামেরন গ্রিন।
Cameron Green's debut innings was stopped short by an absolute classic from Virat Kohli – and the Indian captain enjoyed it a lot! #OhWhatAFeeling@toyota_Aus | #AUSvIND pic.twitter.com/krXXaZI1at
— cricket.com.au (@cricketcomau) December 18, 2020
WHAT. A. CATCH!
Ashwin and Virat combine to get the wicket of Cameron Green.
Live – https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/MwHqOcmOsk
— BCCI (@BCCI) December 18, 2020
একদিকে যখন একের পর এক ফিল্ডার সহজ ক্যাচ মিস করছে তখন উড়ে গিয়ে কোহলির এই দুরন্ত ক্যাচ পুরো দলের কাছে দৃষ্টান্ত স্থাপন করলো। দ্বিতীয় দিনের খেলা শেষে 62 রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা