বাংলাহান্ট ডেস্কঃ ভারত (india)-চীন (china) উত্তেজনার মধ্যে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে ভারত- ভিয়েতনাম (vietnam)। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুগেইন জুয়ান ফুচে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করবেন।
জানা গিয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা থেক শুরু করে দুই দেশের মধ্যেকার প্রতিরক্ষা, জ্বালানি ও স্বাস্থ্য বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে চলেছে। ‘ভারত-ভিয়েতনাম সম্মিলিত কৌশলগত অংশীদারিত্বের’ ভবিষ্যতের বিকাশের জন্য একটি যৌথ চিঠি জারি করা হবে এই বৈঠকে, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে।
২০১৬ সাল থেকেই ভারত এবং ভিয়েতনাম নিজেদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সুষ্ঠভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা বিষয়েও একে অপরের পাশে দাঁড়িয়েছে। পূর্বে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনাম সফরে গিয়েছিলেন। সেইসময় আরও একবার ভারত- ভিয়েতনাম সম্পর্ক মজবুত হয়েছিল। রাশিয়া, চীনের পর ভারতের সঙ্গে তখন প্রথমবার ভিয়েতনাম কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছিল।
প্রসঙ্গত, জাপান এমন এক অ্যান্টিশিপ মিশাইল তৈরি করতে চলেছে, যা অনেকদূর থেকেও শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ ধূলিস্মাৎ করতে সক্ষম হবে। শত্রুপক্ষের যুদ্ধ জাহাজের উপরও নজর রাখবে এই মিশাইল। এই অ্যান্টিশিপ মিশাইল তৈরির প্রসঙ্গে জাপান সরকার জানিয়েছে, এই মিশাইল তারা ওকিনামা দ্বীপের দক্ষিণ পশ্চিম অংশের সুরক্ষার জন্য ব্যবহার করবে। কারণে, দক্ষিণ চীন সাগরে অবস্থিত এই দ্বীপে চীন বহুবার নিজের অধিপত্য স্থাপনের চেষ্টা করে এসেছে। বহুবার চীন নিজের আক্রমণাত্মক রূপেরও প্রকাশ ঘটিয়েছে। সুতরাং, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, এবার চীনকে জোর ঝটকা দিতে চলেছে জাপান।