ওই নীল-সাদা রঙের আলিপুর সংশোধনাগারই হবে তৃণমূলের পরবর্তী পার্টি অফিসঃ বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষশেষে পশ্চিম বর্ধমানের অন্ডালে বিজেপির ”আর নয় অন্যায়” কর্মসূচীতে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেই সভায় দাঁড়িয়েই বিরোধী দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ছুঁড়ে দিলেন একাধিক আক্রমণাত্মক বাণ। সেইসঙ্গে বর্তমান সময়ে কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ড নিয়ে চলতে থাকা তদন্তের বিষয়েই কটাক্ষ করলেন শাসক দলকে।

জিতেন্দ্র তিওয়ারির প্রশংসা করলেন বাবুল সুপ্রিয়
কর্মসূচী থেকে তাঁর গলায় শোনা যায় জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) প্রশংসা। তিনি বলেন, ‘গত ১০ বছরে তৃণমূল আমলে আসানসোলের কোন উন্নতি হয়নি। এখানে কেন্দ্রীয় প্রকল্পের অনেক কাজ করতে দেয়নি। তবে তৃণমূল নেতাদের জীবনযাপনে কিন্তু বেশ উন্নতি হয়েছে। এখন আমরা এই কথা বলতে গেলে বলবে, আমরা মিথ্যা অভিযোগ করছি। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দেরীতে হলেও এই কথাগুলো স্বীকার করেছেন দেখে ভালো লাগল। তাঁর মন্তব্যই এখানকার অবন্নতির কথা প্রমাণ করে দিয়েছে’।

vjccm

কটাক্ষ করলেন বিরোধী দলকেও
এরপরই শাসক দলের নেতারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত বলে কটাক্ষ করে বলেন, ‘এখন তো এটা সবার কাছেই পরিস্কার যে গরু পাচারকারী এনামুল আর কয়লা পাচারকারী লালার সঙ্গে ভাইপোর যোগাযোগ করিয়ে দিতেন তৃণমূলের যুবনেতা বিনয় মিশ্র। এই বিনয় মিশ্রই তো আবার ভাইপোর জন্য তোলাবাজির কাজও করতেন। আলিপুর সংশোধনাগারে (Alipore Central Correctional Home) অনেক শখ করে রাজ্য সরকার নীল-সাদা রং করেছে। ভোটের পর ওটাই দেখবেন তৃণমূলের পার্টি অফিস হবে, ওখানেই সবাই থাকবে’।

বর্ষশেষের দিন অর্থাৎ পশ্চিম বর্ধমানের অন্ডালের কর্মসূচীতে উপস্থিত হন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। খাঁন্দরায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে সবুজ সমিতির মাঠে কচিকাঁচাদের ক্রিকেট প্রশিক্ষণ চলতে দেখে গাড়ি থেকে নেমে মাঠে উপস্থিত হন। সেখানেই বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ব্যাটও হাতে তুলে নেনে বাবুল সুপ্রিয়।


Smita Hari

সম্পর্কিত খবর