নতুন বছরের ছুটি কাটিয়ে দেশে ফিরলেন রাহুল গান্ধী, সোশ্যাল মিডিয়ায় হলেন ট্রোলের শিকার

বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের ঠিক একদিন আগে আচমকাই রাহুল গান্ধীর (rahul gandhi) বিদেশে ভ্রমণ নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। এমনকি রাজনীতিতে তাঁর মনোভাব নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। তবে খবর পাওয়া গেছে, নতুন বছরের আনন্দ উপভোগ করে রবিবার দিন দেশে ফিরেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

একদিকে যখন কৃষক আন্দোলন নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ, দিল্লী সীমান্তে প্রতিবাদে বসেছিল কৃষকরা, সেই সময় রাহুল গান্ধীর বিদেশ ভ্রমণ নিয়ে নানারকম সমালোচনার ঝড় উঠেছিল। কৃষক আন্দোলনে কৃষকদের সমর্থন করতে করতে হঠাৎ করেই নতুন বছরকে স্বাগত জানাতে ইটালির মিলান শহরে তাঁর ছুটি কাটাতে যাওয়াটা ভালোভাবে নেয়নি অনেকেই।

images 2 59

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাহুল গান্ধীর এটাই প্রথম বিদেশ ভ্রমণ ছিল। তবে যখন তাঁর দল কৃষি বিল প্রত‍্যাহারের দাবিতে প্রতিবাদরত কৃষকদের পাশে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে, তখন তাঁর এইভাবে আচমকাই কাউকে কিছু না জানিয়ে বিদেশ ভ্রমণের ঘটনায় রাজনীতিতে তাঁর অমনোযোগীতার প্রশ্নও তুলেছেন অনেকে।

এক বিশেষ সংবাদ সংস্থার প্রধান রবিবার এক ট‍্যুইট করে জানিয়েছেন রাহুল গান্ধীর দেশে ফেরার খবর। তবে রাহুল গান্ধী ইটালিতে নতুন বছর পালন করতে গেলেও, ঠিক কোথায় গিয়েছিলেন তা এখনও জানা যায়নি।

কংগ্রেস নেতা দেশে ফিরতেই তাকে নিয়ে ট্রোল শুরু হল স‍্যোশাল মিডিয়ায়। এক ট‍্যুইটার ব‍্যবহারকারি লিখেছেন, ‘বিজেপির স্টার প্রচারক ফিরে এসেছেন, পশ্চিমবঙ্গে এবার পাঠান ওনাকে’।

https://twitter.com/ShubhamSaxena80/status/1348148191456227329?s=19

অপর এক ট‍্যুইটার ব‍্যবহারকারি শুভম সাক্সেনা লিখেছেন, ‘Entertainer is back’।

Smita Hari

সম্পর্কিত খবর