আজ আবারও পেট্রোল ডিজেলের দামে লাগল আগুন, টানা ১০ দিন দামের বৃদ্ধি অব্যাহত

বাংলাহান্ট ডেস্কঃ টানা ১০ দিন ধরে বেড়েই চলেছে পেট্রোলের দাম (Petrol Price) এবং ডিজেলের দাম (Diesel Price)। গত ৯ ই ফেব্রুয়ারী থেকে দামের পারদ যেই উর্দ্ধমুখী হয়েছে, তা আর নামার নাম নিচ্ছে না। প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ডিজেলের দাম পরিবর্তীত হয়। তারপর সেই দাম সারাদিন থাকার পর আবারও পরদিন সকালে পরিবর্তীত হয়। তবে অনেক সময় পরপর বেশ কয়েকদিন একই দাম থাকতেও দেখা যায়। আবার দামের পরিবর্তনও দেখা যায়।

তেলের এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। প্রতিদিন রাস্তায় বেরিয়েই তাদের পকেট খালি হওয়ার জোগাড়। সমস্ত কিছুর দামকে ছাপিয়ে গিয়ে প্রতিদিনই প্রায় উর্দ্ধমুখী হচ্ছে পেট্রোল ডিজেলের দাম।

petrol diesel21 1

গতকাল অর্থাৎ বুধবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৮৩.৫৪ টাকা। সেই দাম বৃহস্পতিবার ৩২ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৩.৮৬ টাকা।

বৃহস্পতিবার কলকাতায় ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৮৩.৮৬ টাকা।
দিল্লীতে ডিজেলের দাম লিটার প্রতি ৮০.২৭ টাকা।
মুম্বাইয়ে রয়েছে ৮৭.৩২ টাকা প্রতি লিটার।
চেন্নাইয়ে রয়েছে ৮৫.৩১ টাকা প্রতি লিটার।

petrol price

অন্যদিকে পেট্রোলের দামও গতকাল অর্থাৎ বুধবার কলকাতায় ছিল ৯০.৭৮ টাকা প্রতি লিটার। সেটা বৃহস্পতিবার লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৯১.১১ টাকা।

আজ লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯১.১১ টাকা।
দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৯.৮৮ টাকা।
মুম্বাইয়ে রয়েছে ৯৬.৩২ টাকা প্রতি লিটার।
চেন্নাইয়ে রয়েছে ৯১.৯৮ টাকা প্রতি লিটার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর