বড় খবরঃ ৬৪ জন যাত্রী নিয়ে বিদ্যুতের খাম্বায় গিয়ে টক্কর মারল এয়ার ইন্ডিয়ার বিমান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ৬৪ জন যাত্রী নিয়ে ভারতে আসা এয়ার ইন্ডিয়ার বিমান বিজয়ওয়াড়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় বিদ্যুতের খাম্বার মধ্যে গিয়ে টক্কর মারে। বিমানে সওয়ার প্রতিটি যাত্রীই সুরক্ষিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী,এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের বিমান গন্নবরমে ল্যান্ডিংয়ের সময় বিদ্যুতের খাম্বার মধ্যে টক্কর মারে। এয়ারপোর্টের ডায়রেক্টর মধুসূদন রাও বলেন, ফ্লাইটে সওয়ার সমস্ত ৬৪ যাত্রী আর ক্রু মেম্বার সুরক্ষিত আছে।

জানা গিয়েছে যে, এয়ার ইন্ডিয়ার এই বিমান দোহা থেকে ভারতে আসছিল। আর সেই সময় এই দুর্ঘটনার শিকার হয়। যদিও, কোনও যাত্রী আর ক্রু মেম্বার এই দুর্ঘটনার কারণে আহত হননি। সবাই সুরক্ষিত আছেন। তবে এই দুর্ঘটনার পর তাঁদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

X