বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন ত্বরিতা চ্যাটার্জি (twarita chatterjee) ও সৌরভ ব্যানার্জি (sourav banerjee)। ধুমধাম করে এক্কেবারে বাঙালি কায়দায় বিয়ের পিঁড়িতে বসেন ত্বরিতা সৌরভ। চোখ ধাঁধানো রিসেপশনেও বসেছিল চাঁদের হাট। সেজেগুজে আসর জমিয়ে রেখেছিলেন তারকা জুটি।
তবে বিয়ের পরপরই অবশ্য শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েন ত্বরিতা সৌরভ দুজনেই। এবার কিছুটা ফাঁক পেতেই তাই নিজের গ্রামের বাড়িতে ঘুরতে চলে গিয়েছেন ত্বরিতা। হুগলির কামারপুকুরে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জন্মস্থানেই রয়েছে ত্বরিতার গ্রামের বাড়ি।
এর আগেও সৌরভকে সঙ্গে নিয়ে নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ত্বরিতা। প্রতি বছর দূর্গা পুজোতেই নিজের গ্রামের বাড়িতে যান তিনি। ৩০০ বছরের পুরনো দূর্গাপুজো হয় তাঁর গ্রামের বাড়িতে। ত্বরিতার দাদুর মৃত্যুর পর তাঁর জেঠু ও তারপর অভিনেত্রীর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা সামলান এই দূর্গাপুজোর দায়িত্ব।
অনেকদিন পর গ্রামের বাড়িতে গিয়ে প্রাণ খুলে আনন্দ করেছেন ত্বরিতা। গ্রামের রাস্তায় সাইকেল চালাতেও দেখা গিয়েছে তাঁকে। দিব্যি সাবলীল ভাবে সাইকেল চালান ত্বরিতা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ত্বরিতা।
প্রসঙ্গত, বিয়ের দিন ত্বরিতা সেজেছিলেন লাল টুকটুকে বেনারসী, সোনায় গয়নায়। পাশে সৌরভ পরেছিলেন ধুতি পাঞ্জাবি। আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসেছিল ত্বরিতা ও সৌরভের বিয়ের আসর। উপস্থিত ছিলেন সিরিয়াল জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। এদিন দেখা যায় ত্বরিতার ঘনিষ্ঠ বান্ধবী সন্দীপ্তা সেনকে। সঙ্গে ছিলেন অভিনেতা রাহুলও। এর আগে ত্বরিতার ব্যাচেলরেট পার্টিতেও উপস্থিত ছিলেন সন্দীপ্তা।
বিয়ের মতো রিসেপশনও হয়েছিল আলিপুরের ওপেন থিয়েটার ‘উত্তীর্ণ’তে। এদিন সোনালি রঙের লেহেঙ্গা শাড়িতে দেখা যায় ত্বরিতাকে। সৌরভের পরনে ছিল সোনালি বন্ধগলা।
বিয়ের পর দূরে কোথাও নয়, কাছাকাছির মধ্যেই হানিমুন সারতে গিয়েছেন তাঁরা। শুটিংয়ের ব্যস্ততা থেকে কিছুদিনের বিরতি নিয়ে বকখালি ঘুরতে গিয়েছিলেন দুজন। আর সেখান থেকেই পরপর কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী।