ইংল্যান্ডকে দিনরাত্রি টেস্টে হারিয়ে ধোনি, সৌরভকে টপকে গেলেন কোহলি, গড়লেন বিশেষ রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার ইংল্যান্ডকে 10 উইকেট হারানোর মধ্য দিয়ে এক বিরাট রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। কোহলির মুকুটে যুক্ত হল এক নয়া পালক। দেশের মাটিতে 22 টি টেস্ট জেতার নজির গড়লেন অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার ইংল্যান্ডকে 10 উইকেটে হারিয়েছে ভারত। সেই সঙ্গে কোহলি ভেঙ্গে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (M S Dhoni) রেকর্ড।

অধিনায়ক কোহলির নেতৃত্বে দেশের মাটিতে 29 টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত, যার মধ্যে 22 টিতেই জয়লাভ করেছে বিরাটবাহিনী। ধোনির নেতৃত্বে ভারত ঘরের মাঠে 30 টি ম্যাচের মধ্যে 21 টিতে জয় পেয়েছে। এতদিন পর্যন্ত ঘরের মাঠে 21 টি টেস্ট ম্যাচ জেতার নজির ছিল অধিনায়ক কোহলির। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিনরাত্রি টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে দশ উইকেটে হারিয়ে 22 টি টেস্ট ম্যাচ জেতার পাশাপাশি টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে।

virat kohli drs 12001 2

আমেদাবাদ টেস্ট জয়ের পর দেশ এবং বিদেশের মাটি মিলিয়ে 59 টি টেস্ট ম্যাচের মধ্যে বিরাট কোহলি জিতেছে 35 টি ম্যাচে। অপরদিকে 60 টি টেস্ট ম্যাচ খেলে ধোনি জিতেছে মাত্র 27 টি ম্যাচ অর্থাৎ এখানেও ধোনিকে টপকে প্রথম স্থানে বিরাট কোহলি এবং দ্বিতীয় ধোনি। এই তালিকার তৃতীয় স্থানে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী তিনি জিতেছেন 21 টি ম্যাচ এবং চতুর্থ মহম্মদ আজহারউদ্দিন তিনি জিতেছেন 14 টি ম্যাচ।
আর এই সমস্ত সফলতা গুলির মধ্যে দিয়ে ইতিমধ্যেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর