মেয়েকে কেউ চুম্বন করলে মেরে মুখ ফাটিয়ে দেবেন! শাহরুখের বিষ্ফোরক ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন‍্যতম জনপ্রিয় তারকা সন্তান সুহানা খান (suhana khan)। শাহরুখ খানের (suhana khan) মেয়ে হওয়ার সুবিধা তো আছেই, নিজেও সোশ‍্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন সুহানা। আর পাবেন নাই বা কেন! তাঁর সৌন্দর্য যেভাবে দিন দিন বাড়ছে তাতে সুহানার অনুরাগীদের তালিকাও লম্বা হচ্ছে।

কিন্তু মেয়েকে নিয়ে ছোট থেকেই খুব সচেতন শাহরুখ। সুহানার নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোস করতে রাজি নন তিনি। সম্প্রতি শাহরুখের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হতবাক হয়ে গিয়েছে নেটিজেনরা।

Shahrukh Khan sad 1
ভিডিওটি চার বছর আগেকার। কফি উইথ করণ শো তে অতিথি হয়ে এসেছিলেন কিং খান। সেখানেই তিনি জানান, ছেলে মেয়েদের উপর সর্বক্ষণ নজর না রাখলেও সব খবরই তাঁর কানে আসে। তখনি করণ তাঁকে প্রশ্ন করেন, কেউ যদি সুহানাকে চুম্বন করে তবে তিনি কি করবেন? উত্তরে শাহরুখ বলেন, তিনি মেরে ছেলেটির মুখ ফাটিয়ে দেবেন।

শাহরুখের এই পুরনো ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। তাঁর উত্তর শুনে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। তবে অনেকেই সমর্থনও করেছেন কিং খানের কথা। এমনকি করণও স্বীকার করেছেন শাহরুখ একজন সফল পিতা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ছুটি কাটিয়ে নিউ ইয়র্কে নিজের কলেজে ফিরতে দেখা যায় সুহানাকে। তাঁকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন বাবা শাহরুখ। ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতিমধ‍্যেই কলেজে টুকটাক নাটকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/tv/CKGJhHEBwWB/?igshid=rfvmj3ssjqr2

পড়াশোনা শেষ করার পর অভিনয় জগতে পা দিতে পারেন সুহানা। তবে শাহরুখের বক্তব‍্য, বলিউডে প্রবেশ করার আগে আরো তিন চার বছর সুহানাকে অভিনয় শিখতে হবে। এখনি তিনি চান না যে সুহানা বলিউডে পা রাখুক। এমনটাই মন্তব‍্য করেন কিং খান।

Niranjana Nag

সম্পর্কিত খবর