বাংলা হান্ট ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক। অধিনায়ক হিসেবে আইসিসির সমস্ত ট্রফি জেতাই হয়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির। এবার ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচ জেতা অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনির সাথে একই সিংহাসনে বসে পড়লেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান।
2007 সালে ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন ধোনি। 73 টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন 41 টি ম্যাচ জিতেছেন ধোনি। এবার আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটে 41 টি ম্যাচ জিতে ধোনিকে ছুঁয়ে ফেললেন আসগর আফগান।
বর্তমানে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে আফগানিস্তান। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই 2-0 এগিয়ে গিয়েছে আফগানিস্তান। অর্থাৎ সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে ধোনিকে টপকে যাবেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান।