বাড়িতে ঢুকে ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ চতুর্থ দফার ভোটের আগে থেকেই উত্তপ্ত রয়েছে কসবা (kasba)। শুক্রবার রাত থেকেই বিজেপি কর্মীর বাড়ি, এলাকার দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের (tmc)বিরুদ্ধে। এবার ভোটারদের বাড়িতে ঢুকে ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সকাল থেকেই বাংলার নানা প্রান্ত থেকে নানারকম অশান্তির খবর পাওয়া যাচ্ছে। চতুর্থ দফার ভোটে শনিবার সকাল থেকেই উত্তপ্ত রয়েছে বাংলা। গোলাগুলি থেকে বোমাবাজি- সর্বত্রই অশান্তির খবর ছড়িয়ে রয়েছে। এরই মধ্যে বারবার গণ্ডগোলের খবর আসছে কসবা থেকে।

অভিযোগ উঠেছে, পুলিশ বাহিনী এবং মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকেও কসবার ধানকল এলাকায় বাড়িতে বাড়িতে ঢুকে ভোটার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির তরফ থেকে এই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্য গোটা এলাকায়।

Smita Hari

সম্পর্কিত খবর