আজকের রাশিফল ২ রা মে রবিবার ২০২১, এই রাশির ব্যক্তিরা আজ হবেন লাভবান

বাংলাহান্ট ডেস্কঃ আজকের রাশিফল (Ajker rashifal) থেকে জেনে নিন আপনার আজকের দিন কেমন কাটবে। পৃথক পৃথক রাশি ভেদে রাশিফলও ভিন্ন হয়। তাই আজকের দিনে দেখে নিন আপনার রাশিফল। রাশিফল দেখে সেভাবেই কাটিয়ে ফেলুন আজকের সারাটা দিন।

মেষঃ ভালোবাসার জীবন সুন্দর দিকে মোড় নেবে। অনেক দিন ধরে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে, আজকে নিতে পারেন। গাছের ছায়ায় বসে শান্তি অনুভব করতে পারবেন। বিদেশী আত্মীয়র থেকে উপহার পেতে পারেন।

বৃষভঃ পুরনো দিনের কারো সঙ্গে যোগাযোগ করতে পারবেন আজকের দিনে। ছোট ছোট জিনিসে অর্থ ব্যয় মানসিক চাপের কারণ হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটাবেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা গহনা কিনতে যেতে পারেন।

মিথুনঃ আইনি পরামর্শের প্রয়োজনে আইনজীবিদের থেকে পরামর্শ নিন। আজকের দিনে যেকন কাজ অর্ধেক সময়ে করে ফেলতে পারবেন। আলোচনার সময় পুরনো কথা উঠে এসে ঝামেলা বাঁধতে পারে। আজকের দিনে বাসস্থানে বিনিয়োগ লাভজনক হবে না।

কর্কটঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর দিন কাটাবেন।বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে সকলকে নিমন্ত্রণ জানান। বন্ধুদের সঙ্গে এই রাশির ব্যক্তিদের সুন্দর দিন কাটবে। পছন্দের কাজ আজকের দিনে বেশি করে করুন।

সিংহঃ বেশি অর্থ ব্যয় না করে আর্থিক বাজেটের দিকে খেয়াল রাখুন। বাচ্চাদের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটাবেন। বন্ধু এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় ভাবনা চিন্তা করে কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে একটি সুন্দর ডিনারের আয়োজন করুন।

rashifal

কন্যাঃ আজকের দিনে বাজে কথায় বেশি সময় নষ্ট না করাই মঙ্গলের। কোন বিষয়ে নিজের মতামত জানাতে একদম দ্বিধা করবেন না। অসম্পূর্ণ কাজ ফাঁকা সময়ে শেষ করুন। নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে সমস্যার মোকাবিলা করুন।

তুলাঃ নিজের সমস্যা মেটানোর জন্য অন্যদের উপদেশ নিন। আজকের দিনে বাইরের কাজে বেশি নিযুক্ত থাকবেন। ভালোবাসার মানুষের থেকে কিছু খারাপ কথা শুনে মানসিক কষ্ট পেতে পারেন। বাড়ি থেকে বেরনোর আগে বড়দের আশীর্বাদ নিন।

বৃশ্চিকঃ একা সময় কাটাতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে সাহস জোগাবে। পরিবারের সদস্যরা আজকের দিনে আপনার কথা নাও শুনতে পারেন। কাছের মানুষদের অনুভূতি বুঝুন এবং ঘরের পরিবেশ পরিবর্তনের আগে তাদের পরামর্শ নিন।

ধনুঃ কাছের মানুষের অতীতের ভুল ক্ষমা করে দিন। শরীর মন সুস্থ রাখতে খেলাধূলায় অংশ নিন। আজকের দিনে বাড়ি-অফিস-রাজনীতি সবকিছুতেই আপনি বস হবেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য রাস্তা ভাবুন।

মকরঃ সকলের থেকে দূরে গিয়ে একা সময় কাটানোর সময় সমস্যায় পড়তে পারেন। বেশি দুশ্চিন্তা করা শরীরের পক্ষে খারাপ। জীবনে চলার পথে বিশেষ কারো সঙ্গে দেখা হবে। বাড়ি থেকে প্রয়োজনে বাইরে থাকলে, যারা অকারণেই আপনার অর্থ ব্যয় করছে, তাদের থেকে দূরে থাকুন।

কুম্ভঃ জীবনে কঠিন পরিশ্রম করতে হবে। মেজাজ ঠিক করুন, নাহলে সমস্যায় পড়তে পারেন। কাছের মানুষের খারাপ আচরণের দাম আপনাকে দিতে হবে। আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে আর্থিক সমস্যায় পড়বেন।

মীনঃ অতীতের কোন ভুলের ক্ষমা করে দিলে, আপনার জীবন সুন্দর হবে। বিনোদন এবং পার্লারের খাতে বেশি অর্থ ব্যয় না করাই ভালো। ধৈর্য হারাবেন না, অপেক্ষা করুন। বাড়ির কাজের চাপে মানসিক অশান্তি তৈরি হবে।

Smita Hari

সম্পর্কিত খবর