বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কে এল রাহুলের সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে 179 রান তোলে পাঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে 145 রানেই শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। 34 রানে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।
ম্যাচের পর বোলারদের ঘাড়ে ম্যাচ হারার দায় চাপালেন অধিনায়ক বিরাট কোহলি। কোহলি বললেন, শুরুতেই আমরা উইকেট তুলে নিয়ে পাঞ্জাবের উপর চাপ সৃষ্টি করেছিলাম। এছাড়া মাঝের দিকেও আমরা উইকেট তুলতে সক্ষম হয়েছিলাম কিন্তু শেষের দিকে পাঞ্জাবের 5 উইকেট পড়ে যাওয়ার সত্ত্বেও তাদেরকে চাপে ফেলতে ব্যর্থ হয়েছিল আমাদের বোলাররা। যার সুবাদে বোলারদের ভুলে এবং সঠিক পরিকল্পনার অভাবে আমরা 20 থেকে 25 রান বেশি দিয়ে ফেলি, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো।
এই ম্যাচে আরসিবির ব্যাটসম্যান রজত পাতিদার 30 বলে 31 রানের একটি স্লো ইনিংস খেলেন। ম্যাচ হারার পর বিরাট বলেন, আমরা পরিকল্পনামাফিক ব্যাটিং করতে ব্যর্থ হয়েছি। রজত একজন ভালো খেলোয়াড় কিন্তু ক্রমাগত উইকেট পড়ার কারণে ও ওর স্বভাব সিদ্ধ ব্যাটিং করতে পারেনি। আর বিরাট কোহলির এই বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে রজতের কাছ থেকে আরও আক্রমণত্মক ইনিংসের আশা করেছিলেন তিনি কিন্তু রজত ব্যর্থ হয়েছেন।