বাংলাহান্ট ডেস্ক: গত এক বছর ধরে করোনা (corona) পরিস্থিতিতে সম্পূর্ণ বদল ঘটেছে বিভিন্ন ব্যবস্থায়। ঘন ঘন লকডাউনের জেরে প্রায় গৃহবন্দি মানুষ। ওয়ার্ক ফ্রম হোমের পরিকল্পনা বৃহত্তর ভাবে গ্রহণ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও (education) ডিজিটাল পদ্ধতিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
কিন্তু বহু দুঃস্থা পড়ুয়াই আর্থিক পরিস্থিতির কারণে অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারেন না। ফলে তাদের পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার মুখে। এমনি সময় এই দুঃস্থা ছাত্রছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)। দুঃস্থ পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাহায্য চেয়ে একটি পোস্ট করেন সব্যসাচী। তিনি লেখেন, ‘আর্থিক কষ্টে বহু ছাত্র-ছাত্রীর পড়াশোনাতে ক্ষতি হচ্ছে। প্রাইভেট টিউশনে গিয়ে পড়া বোঝা এখন অনেকের কাছেই বিলাসিতা। যদি কেউ বিনাপয়সায় ছাত্রছাত্রীদের গাইড করতে চান তবে নিচে কমেন্ট সেক্শনে নিজের ডিটেলস এবং সাবজেক্ট ডিটেলস লিখে দিন, যাতে যে কোনো দুস্থ ছাত্রছাত্রী খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে। পড়াশোনা আমি ভালোবাসি, চাই না তা থেকে কেউ বঞ্চিত হোক।’
অভিনেতার এই পোস্ট দেখেই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন নেটিজেনরা। বহু যুবক যুবতীই বিনামূল্যে পড়ানোর জন্য কমেন্ট করেছেন সব্যসাচীর পোস্টে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য পড়ানোর আবেদন রেখেছেন তারা। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে কয়েকজন শিক্ষক শিক্ষিকার খোঁজ নিজের পোস্টে দিয়ে দিয়েছেন সব্যসাচী।
এর আগে নিজের ফেসবুক পেজে প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের জন্য সাহায্য চেয়ে একটি বড়সড় পোস্ট করেন অভিনেতা। সেখানেই শঙ্কর বাবুর দুরবস্থার কথা জানান তিনি। একটা সময় উত্তম কুমার, সলিল চৌধুরীদের সঙ্গে কাজ করেছেন শঙ্কর ঘোষাল। কিন্তু এখন একমুঠো ভাত জোগাড় করার জন্যও হিমশিম খাচ্ছেন সত্তর বছরের মানুষটা।
সব্যসাচীর এই পোস্ট দেখেই এগিয়ে আসে বহু মানুষ। তাঁকে যথাসাধ্য আর্থিক সাহায্য করতে তৎপর হয় তারা। এমনকি জি বাংলার রান্নাঘরেও অতিথি হিসাবে আসেন শঙ্কর ঘোষাল। সব্যসাচীর এই উদ্যোগকে বারেবারে কুর্নিশ জানাচ্ছেন নেটজনতা।