‘ব্রাত্যর আমলে তো আর ৫০টা বিশ্ববিদ্যালয় ছিল না’, পদ হারাতেই আক্ষেপের সুর পার্থ চট্টোপাধ্যায়ের গলায়

বাংলাহান্ট ডেস্কঃ শিক্ষামন্ত্রী পদে আবারও ফিরলেন ব্রাত্য বসু (Bratya Basu), সরিয়ে শিল্প দফতরে ফেরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। তবে পুরনো জায়গা হারিয়ে কিছুটা আক্ষেপের সুর শোনা গেল তৃণমূলের মহাসচিবের গলায়। সোমবার মন্ত্রী সভায় দায়িত্ব ভাগ করে দেওয়া হল সকল নতুন মন্ত্রীদের মধ্যে।

শিক্ষা দফতর থেকে সরিয়ে আবারও শিল্পে তাঁকে দেওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বললেন, ‘আগে যখন আমাকে শিল্প থেকে সরিয়ে শিক্ষায় দেওয়া হয়েছিল, তখন সেটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তবে এখন সারা বিশ্ব জুড়েই শিল্প ও বিনিয়োগের যা পরিস্থিতি দেখা যাচ্ছে… তবে অমিত মিত্র বেশ কিছুটা এগিয়ে রেখেছেন। আর এটা তো আমার পরিচিত ফিল্ড, প্রয়োজনে ওনার থেকে কিছুটা পরামর্শ নিয়ে নেব’।

1608136667 5fda37db40ae9 bratya basu

নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘ব্রাত্যর আমলে তো আর ৫০টা বিশ্ববিদ্যালয়, ৫২টা নতুন সরকারি স্কুল, ১০০-র বেশি ইংলিশ মিডিয়াম স্কুল এবং ৭৫০টিরও বেশি হিন্দি মাধ্যম স্কুল ছিল না। তবে যদি কোথাও কোন ভুল হয়ে থাকে, তাহলে তা সংশোধন করবে’।

Partha Chatterjee PTI

শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ায় কিছুটা আক্ষেপের সুর যেন শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। পূর্বে বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পের দিকটা সামলাতেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকায়, অমিত মিত্রকে অতিরিক্ত দায়িত্ব দেন মমতা ব্যানার্জি। তারপরও রাজ্যে শিল্পের ছবিটা বিশেষ কিছু বদলায়নি। তবে আবারও পুরনো জায়গায় ফিরে এসে এবার কিভাবে শুরু করেন পার্থবাবু, সেটাই দেখার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর