বাংলা হান্ট ডেস্কঃ নারদা মামলায় বন্ধু শোভন গ্রেফতার হওয়ার পর থেকেই অ্যাকটিভ হয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ড সর্বত্রই বিরাজমান ছিলেন তিনি। বন্ধু শোভন সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন বৈশাখী। এরপর এসএসকেএম থেকে শোভনকে ছুটি না দেওয়ায় ঘুরিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছিলেন তিনি। যদিও, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন।
এখন আপাতত সবকিছু শান্ত। কদিন আগেই বাড়ি ফিরেছেন বন্ধু শোভন। আর শুক্রবার সাতসকালে জামিনও পেয়ে গেছেন তিনি। হাইকোর্টের রায়ের পর শান্তি খুঁজে পেয়েছেন শোভন আর বৈশাখী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিটা দিন দুঃস্বপ্নের মতো কাটছিল। এখন স্বস্তিতে আছি।” বৈশাখী আরও বলেন, ‘আশা ছিল ওঁরা জামিন পাবে। আশা অনুযায়ী জামিন পেয়েও গেছে। এখন কিছুটা স্বস্তিতে আছে। আগামী দিনেও এই লড়াই জারি থাকবে।”
বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকদিন পর গতকাল রাতে বেশ ভালো ঘুম হয়েছে। গত ১১ দিন আমার কাছে খুব কষ্টের ছিল দুঃস্বপ্নের মতো ছিল। শোভনের দিকে তাকিয়ে শুধু ভাবতাম, যেই মানুষটা চারিদিকে দাপিয়ে বেড়াত, সে এখন কেমন গৃহবন্দি রয়েছে।” ২০১৬ সালে একদিন উনি আমায় বলেছিলেন, বিপদে দেখো। তখন থেকেই আমার দায়িত্ব আরও বেড়ে যায়। উনি আমায় চোখ বন্ধ রেখে বিশ্বাস করেন। সেই বিশ্বাসটা বজায় রাখা আমার কাছে বড় চ্যালেঞ্জ।”