বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতার পর থেকে এই প্রথমবার বামশূন্য বিধানসভা হলেও, জোট সঙ্গ ছাড়তে নারাজ সিপিএম। আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) সঙ্গে জোট ভাঙা হবে না বলে সাফ কথা সূর্যকান্ত মিশ্রর (Surjya Kanta Mishra)।
নির্বাচনে ভরাডুবির পর অনেকেই সিপিএমের জোট সঙ্গী ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আঙ্গুল তুলেছেন, সিপিএমের জোট সঙ্গী তথা ISF প্রধান আব্বাস সিদ্দিকীর দিকেও। এমনকি সিপিএমের সঙ্গে ISF-র জোট করায় মানুষের কাছে তাঁদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও দাবী দাঁড়ায় অনেকে। কিন্তু কোন কিছুর বিনিময়েই আব্বাস সিদ্দিকীকে ছাড়তে নারাজ সূর্যকান্ত মিশ্র।
এদিন দলের ভার্চুয়াল বৈঠকে, আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গে নিয়ে ঝড় ওঠে দলের অন্দরেই। রাজ্য নেতৃত্বদের একাধিক প্রশ্নবাণের সম্মুখীন হন সূর্যকান্ত মিশ্র। হঠাৎ করে কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে দলের জোট করা হল? অন্তত এক ঘণ্টার জন্য হলেও রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করে কিছু স্থির করা যেত- এমন সব উক্তি উঠে আসে বৈঠকে।
বিধানসভা নির্বাচনে একটি আসনও না পাওয়ার পরও কারো সঙ্গে জোট ভাঙ্গতে চাইছেন না সূর্যকান্ত মিশ্র। দল যেমন একাধারে ঐশী, সৃজনদের প্রাধান্য দিয়ে নতুন প্রজন্মকে গুরুত্ব দিয়ছে, তেমনই পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গেই জোট ধরে রাখতে চায় সিপিএম। পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট সঙ্গ ভাঙ্গতে নারাজ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি জানান, ‘আমি কখনই কাউকে জোট সঙ্গ থেকে পৃথক হতে বলব না। তবে কেউ চাইলে আলাদা করে নিজেদের মত সিদ্ধান্ত নিতে পারেন’।