বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে রোগে ভুগে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দ্য ফ্লাইং শিখ নামে খ্যাত মিলখা সিং। ৯১ বছর বয়সে তিনি আমাদের শেষ বিদায় জানালেন। গত ৩ রা জুন শরীরে অক্সিজেনের লেভেল কম হওয়ায় ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর ওনার করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ আসে। দীর্ঘ ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে ১৮ জুন রাত ১১:৩০ এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার প্রয়াণে গোটা ভারতেই শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকেই ওনার মৃত্যুতে শোক প্রকাশ করা হচ্ছে।
Former Indian Sprinter Milkha Singh, widely regarded as Flying Sikh, passed way last night ( June 18) at 11:30 pm.
He was admitted to ICU on June 3 due to dipping O2 level. On May 20, he had tested positive for COVID19. pic.twitter.com/SYHitglGkJ
— ANI (@ANI) June 18, 2021
গত রবিবার ১৩ জুন মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর করোনার আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল ৮৫। তিনি ভারতীয় মহিলা ভলিবল দলের অধিনায়কও ছিলেন। স্ত্রীর মৃত্যুর ঠিক ৫ দিনের মাথায় মিলখা সিংও সবাইকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন।