ফের রূপোলি পর্দার জগতে ইন্দ্রপতন, চলে গেলেন স্বপ্নের নায়ক দিলীপ কুমার

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্র জগতে ফের ইন্দ্রপতন। চলে গেলেন রুপোলি পর্দার অন্যতম সেরা নায়ক দিলীপ কুমার। গতসপ্তাহে বুধবার প্রচন্ড শ্বাসকষ্টের জেরে ফের একবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবশেষে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগেও গত মাসে ৬ জন হাসপাতলে ভর্তি হতে হয়েছিল এই অভিনেতাকে। সে সময় তার ভুয়ো মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে পরিবারের পক্ষ থেকে তা খন্ডন করা হয়। জুনের ১১ তারিখ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। কিন্তু গত সপ্তাহে ২৯ জুলাই ফের একবার পরিস্থিতির অবনতি ঘটে। যার জেরে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

অবশেষে টানা সাত দিনের দীর্ঘ লড়াইয়ের অবসান। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। সাদাকালো থেকে রঙিন সিনেমার জগতে অবাধ বিচরণ ছিল এই বর্ষীয়ান অভিনেতার। মুগলে আজম, রাম অর শ্যাম, দেবদাস, আন্দাজ, মধুমতি, গঙ্গা অর যমুনা প্রভৃতি বহু সিনেমায় তার অসামান্য অভিনয় এখনও সাজানো হয়েছে দর্শকদের মনের মনিকোঠায়।

dilip kumar hospitalised due to breathlessness 2021 06 06

স্বাভাবিকভাবেই তার এই প্রয়ানে শোকাহত চলচ্চিত্র জগৎ। করোনার এই মহামারী কাল গত দুবছরে কেড়ে নিয়েছে অনেক সুদক্ষ অভিনেতাকে। তাদের মধ্যে যেমন রয়েছেন ইরফান খান, ঋষি কাপুর এবার তেমনই সেই তালিকায় অন্তর্ভুক্ত হলো দিলীপ কুমারের নাম। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। যার জেরে শুরু হয় শ্বাসকষ্টও। নিয়মিত অক্সিজেন সাপোর্টে রাখা হলেও আজ ভোরের দিক থেকেই শারীরিক পরিস্থিতির চূড়ান্ত অবনতি শুরু হয়। এই সুদক্ষ অভিনেতার মৃত্যু বলিউডের জগতে একটি যুগের অবসান ঘটালো বলেই মনে করছেন সকলে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর