বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (Bharatiya Janata Party) টিকিটে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের (All India Trinamool Congress) প্রার্থীর কাছে লজ্জাজনক হারের পর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তখন থেকেই ওনাকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। এরপর আচমকাই একদিন বিজেপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই জল্পনার আগুনে ঘি ঢালার কাজ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে ফেরার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করেছেন তিনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে গিয়ে সাক্ষাৎও করে এসেছেন প্রাক্তন মন্ত্রী। তবে দিকে দিকে তৃণমূল কর্মীদের বিক্ষোভ আর কালীঘাট থেকে সবুজ সঙ্কেত না পাওয়ায় এখনও দুই ফুলের মাঝখানে ঝুলে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
তবে শুক্রবার আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী দুজনের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে কথাবার্তা চলে। দুজনের এই ঝটিকা সাক্ষাৎকারে এটুকু স্পষ্ট যে খুব শীঘ্রই রাজীববাবু ফুল বদল করতে চলেছেন।
উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সময় বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বেরিয়েছিলেন রাজীববাবু। এরপর বিজেপিতে যোগ দিতে সোজা চ্যাটার্ড বিমানে করে দিল্লী রওনা দিয়েছিলেন তিনি। প্রচারে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপও দেগেছিলেন তিনি। অন্যদিকে, তৃণমূল নেত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে তদন্তের আশ্বাস দিয়েছিলেন। আর এখন রাজীবই ফুল বদলে তৃণমূলে যেতে চলেছেন।