বাংলা হান্ট ডেস্কঃ একুশে বাংলার নির্বাচনে রীতিমত বিখ্যাত হয়ে উঠেছিল দেবাংশু ভট্টাচার্যের লেখা ‘খেলা হবে’ স্লোগান। এমনকি তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর অবধি এই কবিতাকে তৃণমূল কর্মীদের ‘ওয়ার ক্রাই’ হিসেবে বর্ণনা করেছেন। ‘খেলা হবে’ এমন একটি স্লোগান যার কাউন্টার করতে গিয়ে রীতীমতো সমস্যায় পড়তে হয়েছিল বাঘা বাঘা বিরোধীদেরও। এর জনপ্রিয়তার কথা মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও। ইতিমধ্যেই এই কবিতার জনপ্রিয়তার কথা মাথায় রেখে বাংলায় ‘খেলা হবে দিবস’ও অনুষ্ঠিত হচ্ছে।
একুশের বিধানসভা নির্বাচনের পর এখন দিল্লিকে টার্গেট করেছে তৃণমূল। সেই সূত্র ধরেই এবার অন্যান্য রাজ্যেও জয় তুলে নিতে মরিয়া তারা। ইতিমধ্যেই আসাম এবং ত্রিপুরায় সংগঠনকে শক্তপোক্ত করার কাজও শুরু করেছে ঘাসফুল শিবির। এমনকি দিল্লি গিয়ে বিখ্যাত গীতিকার জাভেদ আখতারকে ‘খেলা হবে’ নিয়ে একটি গান লিখতেও অনুরোধ করেছেন মমতা। জাভেদ আখতারের গান সামনে না এলেও এবার সামনে এল খেলা হবে কবিতারই একটি হিন্দি অনুবাদ। তাও আবার যোগী রাজ্য উত্তর প্রদেশথেকে।
কয়েক মাসের মধ্যেই ভোট রয়েছে যোগীর রাজ্যে। লোকসভার পথ সাধারণত প্রশস্ত হয় উত্তরপ্রদেশের মধ্য দিয়েই, বাংলার পর এবার এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে সকলে। আর সেখান থেকেই এবার সামনে এলো ‘খেলা হবে’ কবিতার হিন্দি অনুবাদ। যদিও খেলা হবে শব্দবন্ধটি এখানে বদলে গিয়েছে ‘লড়াই হোগী’ এই শব্দ বন্ধে। এই গানেও রয়েছে মমতা দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার বাসনা। অন্যদিকে যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদির তীব্র সমালোচনাও রয়েছে এই গানের মধ্যে।
https://www.facebook.com/Krishaksetuofficial/videos/409640083813564
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। মমতা ব্যানার্জির জনপ্রিয়তা ক্রমশ অন্য রাজ্য বাড়ছে অনেকেই মনে করছেন এটাই তার প্রমান। আগামী দিনে বিরোধীদের প্রধান মুখ হয়ে ওঠার ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে মমতার। সেই কথাই রয়েছে গানটিতেও। যদিও যোগীরাজ্যে আগামী দিনে ফলাফল কি হয় তা বলে দেবে সময়ই।