বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ আট মাসের লড়াই শেষে ইন্ডিয়ান আইডলের (indian idol) ১২ তম সিজন পেল তার বিজয়ীকে। তাবড় প্রতিভাবান প্রতিযোগীদের হারিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিলেন পবনদীপ রাজন (pawandeep rajan)। উত্তরাখণ্ডের এই প্রতিযোগী অনবদ্য গানের প্রতিভার পাশাপাশি দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’এর কারণেও চর্চায় উঠে এসেছিলেন।
শো চলাকালীনই শোনা গিয়েছিল বনগাঁর মেয়ে অরুণিতাকে মন দিয়ে বসেছেন পবনদীপ। পরে অবশ্য অরুণিতা স্পষ্ট করে দেন শো চালানোর জন্য অনস্ক্রিন ওরকম অনেক কিছুই করতে হয়। দর্শকদের সব কিছু বিশ্বাস করতে হবে এমন কোনো মানে নেই। তাঁরা দুজনেই শুধু ভাল বন্ধু। এবার সামনে এসেছে আরো এক তথ্য যা থেকে জানা যাচ্ছে, ইন্ডিয়ান আইডলের আগে থেকেই বাংলার সঙ্গে আরো এক সংযোগ ছিল পবনদীপের।
বলা ভাল, ইন্ডিয়ান আইডলে সেরার শিরোপা পাওয়ার আগেই নিজের গানের জাদুতে বাংলার সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছিলেন পবনদীপ। হ্যাঁ, অনেক আগেই বাংলা গানে হাতেখড়ি হয়েছিল তাঁর। দেব ও রুক্মিনী মৈত্র অভিনীত ‘কিডন্যাপ’ ছবির ‘ওই ডাকছে আকাশ’ গানটি গেয়েছিলেন পবনদীপ। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। অর্থাৎ ইন্ডিয়ান আইডলেরও আগে থেকে বাংলা গানের প্লেব্যাক সিঙ্গিংয়ে অভিষেক করে ফেলেছিলেন পবনদীপ।
রবিবার, ১৫ অগাস্ট অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান আইডল ১২র গ্র্যান্ড ফিনালে। বিজয়ীর নাম ঘোষনা হওয়ার পরেই একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান পবনদীপ ও অরুণিতা। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে। গ্র্যান্ড ফিনালের শেষ পারফরম্যান্সেও নিজের প্রতিভার ছাপ রেখে গেলেন পবনদীপ। এদিন নিজে গিটার বাজিয়ে ‘কেদারনাথ’এর ‘কাফিরানা’ গান দিয়ে পারফরম্যান্স শুরু করেন তিনি। একে একে হাওয়ায়ে, নাদান পরিন্দে, সাড্ডা হক এর মতো গান গেয়ে মুগ্ধ করেন তিনি দর্শকদের।