বাংলাহান্ট ডেস্কঃ যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরলেন নিমতার বাসিন্দা তমাল ভট্টাচার্য এবং লেক ভিউয়ের বাসিন্দা স্মরজিৎ মুখোপাধ্যায়। প্রাণ নিয়ে তালিবানদের হাত থেকে মুক্ত হয়ে, আফগানিস্তান থেকে নিজের জন্মভিটেয় ফিরলেও, এখনও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তবে বাড়ি ফিরেও, তালিবানদের হয়েই কিছুটা গুণাগুণ করলেন তমাল ভট্টাচার্য।
তালিবানদের হাতে আফগানিস্তান চলে যাওয়ার পর থেকেই, সেখানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর রয়েছে ভারত সরকার। পাশাপাশি আফগান শিখ এবং হিন্দুদেরও ভারতে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে সরকার। সেই মত বিশেষ বিমান পাঠিয়ে সে দেশ থেকে উদ্ধার করা হচ্ছে আটকে পড়া মানুষদের।
সেই মর্মে ফিরিয়ে আনা মানুষদের মধ্যে রবিবার বাড়ি ফিরলেন দুই কলকাতা নিবাসী বঙ্গসন্তান। আফগানিস্তানের একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতে গিয়ে আটকা পড়ে যান কলকাতার তমাল ভট্টাচার্য। অন্যদিকে বাড়ি ফিরলেন লেক ভিউয়ের বাসিন্দা সরজিৎ মুখোপাধ্যায়। তবে তিনি ঠিক কি কারণে সেখানে গিয়েছিলেন, তা জানা যায়নি।
ঘরের ছেলে ঘরে ফিরতে যেন স্বস্তি ফিরে পেল এই দুই পরিবার। এবিষয়ে তমালের পরিবার জানিয়েছে, শুক্রবার রাত থেকেই কাবুল বিমানবন্দরে ঢোকার চেষ্টা করলেও, শনিবার দুপুরে তমাল ম্যাসেজ করেন ‘Picked up by talibans’। এরপরই চিন্তা বাড়ে পরিবারের। তবে কিছু প্রশ্ন করে, ভালো খাওয়া দাওয়া করিয়ে ছেড়ে দেওয়া হয় তমালকে।
সাক্ষাৎ মৃত্যুপুরী থেকে প্রাণ হাতে করে ফিরে এসে তমাল জানিয়েছেন, ‘আমাদের সঙ্গে ভালোই ব্যবহার করেছে তালিবানরা। ভালো খাবার খেতেও দিয়েছে। এমনকি আমাদের সঙ্গে ক্রিকেটও খেলেছে তারা’।