জেলাসি নয়, অনস্ক্রিন বরের সঙ্গে পোজ দিলেন শ্রুতি, ছবি তুলে দিলেন অফস্ক্রিন বর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতে চলতে হঠাৎ দেখা। তা সে যতই রোজ শুটিংয়ে দেখা হোক না কেন, আচমকা দেখা হওয়ার আনন্দটাই আলাদা হয়। বিশেষ করে সে যদি অনস্ক্রিন বর হয় তাহলে তো কথাই নয়। স্মৃতি হিসেবে একটা ছবি তো তুলে রাখতেই হয় না কি! ঠিক সেটাই করলেন অভিনেত্রী শ্রুতি দাস (shruti das)। অবশ‍্য দর্শকরা তাঁকে নোয়া বলে বেশি চেনেন। আর তাঁর অনস্ক্রিন বর অর্থাৎ কিয়ান ওরফে দিব‍্যজ‍্যোতি দত্ত (dibyajyoti dutta)।

সম্প্রতি সাউথ সিটি মলে ছোটখাট চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন ‘দেশের মাটি’র শ্রুতি দাস, ‘এই পথ যদি না শেষ হয়’ এর অন্বেষা হাজরা, ঋত্বিক মুখোপাধ‍্যায়, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (swarnendu samaddar)। রেস্তোরাঁয় চুটিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি চলল আড্ডা। এদিনই মলে শ্রুতিদের সঙ্গে দেখা অভিনেতা দিব‍্যজ‍্যোতির। কিয়ানকে দেখে কি আর স্থির থাকতে পারে নোয়া?


সঙ্গে সঙ্গে আবদার ছবি তুলতে হবে। আর সে ছবি কে তুলবে না? না, শ্রুতির অফস্ক্রিন বর অর্থাৎ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতি স্বর্ণেন্দুর সম্পর্কের কথা কারোরই জানতে বাকি নেই। সেই অর্থে সম্পর্কটা কোনোদিন লুকিয়েও রাখেননি তাঁরা। অপরদিকে কিয়ান অর্থাৎ দিব‍্যজ‍্যোতির সঙ্গে পর্দায় যতই স্বামী স্ত্রীর অভিনয় করুন না শ্রুতি, বাস্তবে তাঁরা খুবই ভাল বন্ধু।


দিব‍্যজ‍্যোতির সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন শ্রুতি। হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন দুজনে। ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হঠাৎ দেখাগুলো সবসময়েই খুব স্পেশ‍্যাল হয়। অনস্ক্রিন বর দিব‍্যজ‍্যোতি দত্তের সঙ্গে ছবি তুলে দিয়েছে অফস্ক্রিন বর স্বর্ণেন্দু সমাদ্দার।’ নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে ক‍্যাপশনটা। কমেন্ট বক্সে ভালবাসা উজাড় করে দিয়েছেন তাঁরা।

https://www.instagram.com/p/CTgwZUnphIN/?utm_medium=copy_link

এই মুহূর্তে স্টার জলসার দেশের মাটি সিরিয়ালে অভিনয় করছেন শ্রুতি। কিন্তু অভিনয় জগতে এসে বহুবার বহু কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। কখনো তাঁর গায়ের রঙ নিয়ে সমালোচনা, কখনো প্রেমিক স্বর্ণেন্দুকে জড়িয়ে কুৎসা, এমনকি দেশের মাটিতে তাঁর অভিনীত চরিত্রটিকেও ক্ষোভের মুখে পড়তে হয়েছে। একাধিক বার কড়া গলায় ট্রোলারদের সাবধান করার পর শেষমেষ পুলিসে অভিযোগ দায়ের করেন শ্রুতি। নিজের প্রতিবাদে ইন্ডাস্ট্রির অনেককেই পাশে পেয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

X