বাংলাহান্ট ডেস্ক: বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে ‘অপমানজনক’ কথা বলার জন্য এফআইআর দায়ের হল অভিনেতা তথা স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসের (vir das) বিরুদ্ধে। দিল্লির এক বিজেপি নেতা এফআইআর দায়ের করেছেন বীরের বিরুদ্ধে। ইচ্ছাকৃত ভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে ‘অপমান’ করছেন বলে অভিযোগ উঠেছে।
দিল্লি বিজেপির মুখপাত্র আদিত্য ঝা তাঁর অভিযোগপত্রে দাবি করেছেন, আমেরিকার জন এফ কেনেডি সেন্টারে একটি শো তে বীর দাস ভারতের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি নাকি বলেছেন, ভারতে দিনের বেলায় মহিলাদের পুজো করা হয় আর রাতে তাদের গণধর্ষণ করা হয়। আন্তর্জাতিক মঞ্চে দেশ ও দেশের মেয়েদের ভাবমূর্তি নষ্ট করার জন্যই বীর দাস এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
১৫ নভেম্বর নিজের ইউটিউব চ্যানেলে ওই ভিডিওরই একটি ছয় মিনিটের ছোট্ট অংশ আপলোড করেছেন বীর। ভিডিওটিতে তাঁকে ভারতের দ্বিচারিতা সম্পর্কে বলতে শোনা যায়। কিছু কিছু বিষয়ে যেমন করোনা মোকাবিলা, ধর্ষণের ঘটনা, কৃষক বিদ্রোহের মতো ঘটনা নিয়ে কথা বলত দেখা গিয়েছে তাঁকে। বীরের বক্তব্য, দেশ বা মহিলাদের অপমান করার জন্য কোনো মন্তব্য করেননি তিনি।
তিনি দাবি করেন, এই গোটা প্রসঙ্গটাই একটা স্যাটায়ার ছিল। দুটো ভিন্ন ভারতকে তুলে ধরেছেন তিনি যারা একে অপরের থেকে একেবারে আলাদা। প্রত্যেক দেশেরই এমন ভাল ও খারাপ দিক আছে। কোনোটাই কারোর কাছে গোপন নয়। কিন্তু এতে ভারতের মহত্ব ছোট হয়ে যায় না। তিনি আরো বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে শ্রোতারা ভারতের জন্য হাততালি দিয়েছেন। শুধু খারাপ দিকগুলোই না, ভাল দিকগুলোও তুলে ধরেছেন তিনি।
Delhi: Complaint received against actor-comedian Vir Das at Tilak Marg Police Station in connection with a viral video in which he is allegedly using derogatory language against the nation during an event in US.
(Photo courtesy: Vir Das' Instagram account) pic.twitter.com/KfTeH08oX9
— ANI (@ANI) November 17, 2021
বীরের এই ভিডিও ঘিরে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের তরফে। অনেকেই বীরের কথায় সমর্থন করেছেন। তাঁর ভিডিওর গুরুত্ব বুঝতে চেষ্টা করেছেন। আবার একটা বড় অংশ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। হিন্দু বিরোধী বলে কটাক্ষ করা হয়েছে তাঁকে। কেউ কেউ বলেছেন, নিজের পরিবারের মেয়েদের কথা বলেছেন বীর।