‘নো প‍্যানিক ওনলি টনিক’, দেবের সঙ্গে পাল্লা দিয়ে আশি-তেও কাঁপিয়ে দিলেন পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়!

বাংলাহান্ট ডেস্ক: ‘টনিক খেলে বাঙালি বিশ্বজয় করতে পারে’, এমনি মজার এবং আবেগ মাখা সংলাপে ভরপুর গল্প নিয়ে আসছেন দেব (dev) ও পরাণ বন্দ‍্যোপাধ‍্যায় (paran banerjee)। নাম ‘টনিক’ (tonic)। আগেই কথা দিয়েছিলেন, বড়দিনেই আসছে নতুন ছবি। সে কথা রেখেছেন দেব‍। তার আগে প্রকাশ‍্যে এল ছবির ট্রেলার (trailer)। ছবি যে জমাটি হতে চলেছে তা এই আগাম ঝলক দেখেই অনেকটা মালুম পড়ছে।

ইচ্ছেপূরণ এবং সম্পর্কের গল্প বলবে ‘টনিক’। রক্তের সম্পর্ক বাদেও যে কিছু কিছু মানুষ মনের অত‍্যন্ত কাছের হয়ে উঠতে পারে সেই কাহিনিই তুলে ধরবেন দেব ও পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়। নাম ভূমিকাতেই রয়েছেন দেব। ছবির গল্প বলছে, ছেলের খবরদারিতে ব‍্যতিব‍্যস্ত বাবা পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়। ছেলে নিজের জীবন উদযাপনে কোনো খামতি না রাখলেও বাবা মায়ের দিকে তার তেমন নজর নেই। নিজের জন্মদিন ব‍্যাঙ্ককে সেলিব্রেট করলেও বৃদ্ধ বাবা মায়ের বিবাহ বার্ষিকী করতে চায় বাড়ির ছাদে।

IMG 20211124 150142

সমস্ত স্বপ্নভঙ্গের ব‍্যথায় পরাণ বন্দ‍্যোপাধ‍্যায় যখন জর্জরিত তখন মুশকিল আসানে হাজির হবেন ‘টনিক’ রূপী দেব। বর্ষীয়ান দম্পতিকে সঙ্গে নিয়েই পাড়ি দেবেন পাহাড়ে। সেখানে গিয়ে নানান অ্যাডেভেঞ্চারাস খেলায় নিজের সঙ্গে নেবেন পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়কেও। জীবনের সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে শেখাবেন। ‘শীত, গ্রীষ্ম, বর্ষা, টনিকই ভরসা’, এই হল তাঁর মন্ত্র।

IMG 20211124 150223

https://www.instagram.com/tv/CWpcfqXNdBr/?utm_medium=copy_link

ট্রেলারটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করে দেব লিখেছেন, ‘আপনার অপূর্ণ ইচ্ছেগুলোকে খোলা আকাশে উড়িয়ে দিতে আসছে ‘টনিক’। আগামী ২৪ শে ডিসেম্বর আপনার নিকটতম প্রেক্ষাগৃহে।’ ছবির পরিচালনা করেছেন অভিজিৎ সেন। ছবির সহ প্রযোজক দেব। তিনি এবং পরাণ বন্দ‍্যোপাধ‍্যায় ছাড়াও ছবিতে রয়েছেন শকুন্তলা বড়ুয়া, সুজন মুখোপাধ‍্যায়, তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্তরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর