খোলা রাস্তায় বাইকে চেপে দুষ্কৃতীদের ফোন ছিনতাই! ভয়াবহ ঘটনার কথা জানালেন ‘কবীর সিং’ খ‍্যাত নিকিতা

বাংলাহান্ট ডেস্ক: প্রকাশ‍্য রাস্তায় বাইকে চেপে দুষ্কৃতীদের ফোন ছিনতাই, এমনি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলেন অভিনেত্রী নিকিতা দত্ত (nikita dutta)। বলিউডে বেশ চেনা পরিচিত নাম নিকিতা। অভিষেক বচ্চনের সঙ্গে ‘দ‍্য বিগ বুল’এ অভিনয় করেছেন তিনি। ২৯ নভেম্বর বান্দ্রার মতো এলাকায় এমন ঘটনার শিকার হয়ে কার্যতই আতঙ্কিত নিকিতা। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে এই ঘটনার কথা জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি বড়সড় পোস্ট শেয়ার করেছেন নিকিতা। সেখানে তিনি লিখেছেন, ‘গতকালের একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করছি যা আমাকে ট্রমায় ফেলে দিয়েছে। এই ২৪ ঘন্টা খুব ভয়ের মধ‍্যে কেটেছে। সন্ধ‍্যা আন্দাজ ৭:৪৫ নাগাদ বান্দ্রা ১৪ রোডে আমি হাঁটছিলাম। দুজন পেছন থেকে বাইকে করে এসে আমার মাথায় আঘাত করে। এতে আমি কিছুক্ষণের জন‍্য অনমনস্ক হয়ে গিয়েছিলাম। সেই ফাঁকে দুষ্কৃতীরা আমার হাত থেকে ফোন ছিনিয়ে নেয়। গোটা ঘটনাটাই ঘটেছে যখন বাইকটা চলছিল। তাই আমি কিছু করে ওঠার আগেই ওরা পালিয়ে যায়।’

jpg 1 13
নিকিতা আরো লিখেছেন, ‘৩-৪ সেকেণ্ডের জন‍্য আমি ঘোরের মধ‍্যে চলে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না যে এক্ষুণি কী ঘটল। যখন আমি নিজেকে সামলে বাইকটার পেছনে ধাওয়া করলাম ততক্ষণে তারা অনেক দূরে চলে গিয়েছে। আশেপাশের লোকজন সত‍্যিই ভাল ছিল। সঙ্গে সঙ্গে তারা সাহায‍্য চাইতে দৌড়ায়। একজন আমার চিৎকার শুনে বাইক নিয়ে দূষ্কৃতীদের পেছনেও ছুটেছিলেন কিন্তু তারা জোরে বাইক ছুটিয়ে পালিয়ে যায়। ভয়ে, চিন্তায় আমার প‍্যানিক অ্যাটাক হয়ে গিয়েছিল।’

নিকিতা এও জানান, আশেপাশের মানুষরা খুবই সাহায‍্য করেছেন তাঁকে। জল এগিয়ে দিয়েছেন। তারপর বান্দ্রার পুলিস স্টেশনে অভিযোগও দায়ের করেছেন নিকিতা। তাঁর কথায়, ‘সচেতনতা ছড়ানোর জন‍্য এই বার্তা দিচ্ছি। প্রার্থনা করি যেন এমন ঘটনার শিকার আর কাউকে হতে না হয়। কাউকে যেন কষ্ট করে আয় করা টাকা এভাবে খোয়াতে না হয়।’

https://www.instagram.com/p/CW3d2yPIoCs/?utm_medium=copy_link

ঘটনার কথা শুনে নিকিতার পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধরা। কমেন্ট করে সাবধানে থাকার বার্তা দিয়েছেন সহ অভিনেতা অভিষেক বচ্চন। হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রিতে ছোট ও বড়পর্দায় কাজ করেছেন নিকিতা। টেলিভিশনে ‘ড্রিম গার্ল- এক লড়কি দিওয়ানি সি’ ও ‘এক দুজে কে ওয়াস্তে’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এছাড়াও গোল্ড, লাস্ট স্টোরিজ, কবীর সিং এর মতো ছবিতে অভিনয় করেছেন নিকিতা।

Niranjana Nag

সম্পর্কিত খবর