দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ থেকেও বাদ রোহিত, বিরাটকে সরিয়ে এই ক্রিকেটার হচ্ছেন অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বিরাট কোহলির ভারতীয় দল। এই সিরিজের ঠিক পরেই, রাবাদাদের দলের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে চলেছে। এখানে বলে রাখা ভালো যে ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে টেস্ট দলের বাইরে ছিলেন। এবার সময়ে চোট কাটিয়ে উঠতে না পারায় এখন তাকে ওয়ান ডে দলেরও বাইরে থাকতে হবে।

আজকেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করা দিয়েছে বিসিসিআই। যেহেতু নির্ধারিত অধিনায়ক রোহিত শর্মা চোটের জন্য ছিটকে গেছেন তাই রোহিতের অনুপস্থিতিতে বিরাট কোহলি নয়, লোকেশ রাহুলকে ওয়ান ডে দলের অধিনায়ক করা হয়েছে। পেশীর চোটের কারণে ইতিমধ্যেই দল থেকে দূরে রয়েছেন রোহিত। ওয়ান ডে সিরিজে তিনি প্রত্যাবর্তন করবেন বলে আশা করেছিল কিন্তু বাস্তবে তা হল না।

Rohit Sharma 1720x900

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজে ট্র্যাভেল করে দলে যোগ দেবের অনেক ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের। টি টোয়েন্টি বিশ্বকাপেও দলে জায়গা পাননি ধাওয়ান। একইসঙ্গে রবি অশ্বিনও দীর্ঘদিন পর দলে এসেছেন। এ ছাড়া দলে ফেরত এসেছেন যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর। আশ্চর্যের বিষয়, এই সিরিজে দলটি যশপ্রীত বুমরা-কে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ দলে জায়গা পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড।

rituraj 1720x1000

লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, রবি অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।

Reetabrata Deb

সম্পর্কিত খবর