বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার ভারতীয় ক্রিকেট ভক্তরা মাঠে দেখতে পাবেন তাদের একসময়ের আইকন বীরেন্দ্র সেওবাগ, যুবরাজ সিং-দের। ভারতীয় ক্রিকেটের এই দুই কিংবদন্তির সাথে দেখা যেতে পারে আর এক প্রাক্তন তারকা হরভজন সিং-কে। যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। লিজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম আসরে খেলতে দেখা যাবে এই তিন ক্রিকেটারকে। ২০শে জানুয়ারি থেকে ওমানে শুরু হচ্ছে এই লিগ। এই লিগে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ক্রিকেটাররা এই ম্যাচে অংশ নেবেন এবং ম্যাচগুলি ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
লিজেন্ডস লিগ ক্রিকেটে তিন দলের মধ্যে লড়াই হবে। তাদের মধ্যে একটি হচ্ছে “ইন্ডিয়া মহারাজা” দল। তারা ভারতের প্রতিনিধিত্ব করবেন। এতে আরও থাকবেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, আর পি সিং, প্রজ্ঞান ওঝা, নমন ওঝা, মনপ্রীত গনি, হেমাঙ্গ বাদানি, ভেনুগোপাল রাও, মুনাফ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার, নয়ন মঙ্গিয়া এবং অমিত ভান্ডারি-দের মতো ক্রিকেটার। বাকি দুটি দল হবে এশিয়া ও রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড।
এশিয়ার প্রতিনিধিত্ব করবে এশিয়া লায়ন্স দল। এতে শোয়েব আখতার, শাহীদ আফ্রিদি, সনৎ জয়সুরিয়া, মুথাইয়া মুরলিধরন, চামিন্দা ব্যাস, রমেশ কালুভিতার্না, তিলকরত্নে দিলশান, আজহার মাহমুদ, উপুল থারাঙ্গা, মিসবাহ-উল-হক, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মহম্মদ ইউসুফ এবং আলমারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা রয়েছেন।
আবারও ক্রিকেট মাঠে, বীরেন্দ্র সেওবাগ এবং যুবরাজ সিং-কে বল করবেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবং শোয়েব আখতারের। তাদের প্রতিদ্বন্দ্বিতা ভক্তরা অবশ্যই উপভোগ করবেন। অর্থাৎ প্রায় ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ প্রতিযোগিতার রোমাঞ্চই অনুভব করার সুযোগ পাবেন ভক্তরা।