বাংলাহান্ট ডেস্ক: ২০২১ এর সবথেকে জনপ্রিয় ছবির তালিকায় স্বমহিমায় প্রথম দিকে জায়গা করে নেবে ‘শেরশাহ’ (shershaah)। কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনকাহিনি ছবিতে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক বিষ্ণুবর্ধন। ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা ও তাঁর প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে কিয়ারা আডবানীর (kiara advani) জুটি প্রভূত প্রশংসা পেয়েছিল। কিন্তু জানেন কি ডিম্পলের চরিত্রে প্রথমে কিয়ারা নয়, বরং নির্মাতাদের পছন্দ ছিল আলিয়া ভাটকে (alia bhatt)?
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডিম্পল চিমার চরিত্রটির জন্য নাকি প্রথমে আলিয়াকে ভাবা হয়েছিল। তাঁকে প্রস্তাবও দেওয়া হয়েছিল অভিনয়ের জন্য। কিন্তু ব্যস্ততার কারণ দেখিয়ে না বলে দেন আলিয়া। তাঁর বক্তব্য ছিল, পরপর অনেক ছবির কাজ রয়েছে তাঁর কাছে। সমস্ত তারিখই বুকড! তাই শেহশাহর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আলিয়া।
কিন্তু পরবর্তীকালে সেই ছবিই সুপারহিট হয়। অবশ্য সিদ্ধার্থ কিয়ারাকে ছবির সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। নিজের অনুরাগীদেরও অনুরোধ করেছিলেন ছবিটি দেখার জন্য। তবে গুঞ্জন থাকলেও আলিয়াকে কিয়ারার চরিত্রে নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতারা।
এর আগে শেরশাহ ছবিটির ব্যাপারে বলতে গিয়ে সিদ্ধার্থ জানান, খুব খেটে কোনো ভাল কাজ করলে দর্শকদের সেটা অনুভব করা দরকার। শেরশাহ ছবিটির কাছে তিনি কৃতজ্ঞ এর জন্য। এই ছবিটির সঙ্গে যেনতেন ভাবে অংশ হতে চাইছিলেন সিদ্ধার্থ। ছবির প্রযোজক, পরিচালক, কাহিনির লেখক সবই বদলে গিয়েছে। কিন্তু তিনি ছেড়ে যাননি। সিদ্ধার্থ বলেন, তিনি আরো এমন ছবি করতে চান যা কিনা মানুষকে অনুপ্রেরণা দেবে। কোনো বাস্তববাদী ছবিতে অভিনয় করতে চান তিনি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার