বাংলাহান্ট ডেস্ক: প্রায় এক বছর ধরে বাংলা সিরিয়ালের (bengali serial) জগতে রাজত্ব করেছে ‘মিঠাই’ (mithai)। একটানা বাংলা সেরার তকমা ধরে রেখেছে সিড মিঠাই। কিন্তু নতুন বছর পড়তেই কিছুটা টলোমলো মোদক পরিবারের সিংহাসন। জোর টক্কর দিচ্ছে খুকুমণি ও উমা। তাই টিআরপি বাড়াতে আবারো নতুন টুইস্ট এনে হাজির করেছেন সিরিয়াল নির্মাতারা, যা দেখে হতভম্ব দর্শক!
নতুন নায়ক এসেছে ‘মিঠাই’তে। সিদ্ধার্থের (siddharth) থেকেও বেশি ঝাঁ চকচকে অবতার তার। নতুন নায়ককে দেখে হাঁ হয়ে গিয়েছে মিঠাইও। তবে কি ‘উচ্ছেবাবু’ বদলে গেল? সিদ্ধার্থের চরিত্রে আর দেখা যাবে না আদৃত রায়কে (adrit roy)? না না, এমন ভাবার কোনো কারণই নেই। সিদ্ধার্থ নিজের জায়গাতেই রয়েছে স্বমহিমায়। নিজের অজান্তেই মিঠাইয়ের প্রেমে পড়ে যাচ্ছে একটু একটু করে।
মোদক পরিবারেও খুশির ঢেউ। শিল্প সম্মান পুরস্কার পেতে চলেছেন সিদ্ধেশ্বর মোদক। আর এতেই ক্ষুব্ধ আগরওয়ালরা। প্রতিদ্বন্দ্বী মোদক গ্রুপ তাদের টেক্কা দিয়ে বেরিয়ে গেল এ মানতেই পারছে না তারা। এমন সময়েই গল্পে এনট্রি নতুন নায়কের। সে হল আগরওয়ালের ছোট ছেলে ওমি আগরওয়াল। প্রথম দেখাতেই মিষ্টি কথায় সিডকে সতর্কবাণী শুনিয়ে যায় সে, দাদা আদিত্যর মতো সে পালিয়ে যাবে না।
ওমির চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য (john bhattacharya)। এর আগে ‘রিমলি’র নায়ক উদয়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে ওমির প্রথম পরিচয় দেখে বোঝা যাচ্ছে, এখানে তিনি খলনায়কের চরিত্রে। চিন্তার ভাঁজ পড়েছে মিঠাইয়ের কপালেও। মোদক গ্রুপের নতুন মিষ্টি হাব, দাদাইয়ের শিল্প সম্মান সবদিক রক্ষা হবে তো?