বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিগত কয়েকদিন ধরেই শীত গরহাজির ছিল রাজ্যে। সঙ্গে সারাদিন আকাশের মুখ ভার এবং বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আজ থেকে আবার শীত ফিরছে শহরে। আবহাওয়া দফতর (weather office) সূত্রে সপ্তাহের শুরু থেকেই উন্নতি হবে রাজ্যের আবহাওয়ার। সেই মতন সকালে কুয়াশা থাকলেও সারাদিন রৌদ্রজ্বলই থাকবে ছুটির দিনটি।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা ২৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সেলসিয়াস
আদ্রতা ৮৩%
বাতাস ১৬কিমি/ঘন্টা
মেঘে ঢাকা ১০%
আজকের আবহাওয়া
আজকে মূলত রৌদ্রজ্বলই থাকবে রাজ্যের আবহাওয়া। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে উন্নতি হবে পরিস্থিতির। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সেলসিয়াস। বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজলেও আজ থেকে রোদের মুখ দেখবে শহর কলকাতা। সারাদিন এলোমেলো উত্তরে হাওয়া বইবে,বিকেলের পর যা আরও গতি বাড়াবে।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে শীতের প্রকোপ। দার্জিলিং কালিম্পং সহ উত্তরের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬° সেলসিয়াসে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২°সেলসিয়াস। সারাদিন ধরেই উত্তর দিক থেকে হাওয়া বইবে শহর কলকাতার উপর দিয়ে। সঙ্গে বাড়বে শুষ্কতাও। সারাদিন রোদ ঝলমলে হলেও কুয়াশাছন্ন থাকবে সকাল।