প্রাক্তন হয়ে গেলেও লোভ সামলানো দায়! মালাইকার নিতম্বর দিকে নজর আরবাজের? ট্রোল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: ট্রোল ও মালাইকা অরোরা (malaika arora) যেন হাত ধরাধরি করে চলেন। তাঁর পোশাক থেকে শুরু করে হাঁটার স্টাইল, এমনকি ছেলে আরহানের সঙ্গে সম্পর্কটাও নেটনাগরিকদের নজর এড়ায় না। আর তা নিয়ে শুরু হয় কুৎসিত ট্রোল। এবার মালাইকার সঙ্গে ট্রোলারদের নিশানায় পড়লেন তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খানও (arbaaz khan)।

বলিউডের এক সময়ের চর্চিত জুটি ছিলেন মালাইকা ও আরবাজ। কিন্তু বহু বছর হয়ে গেল সলমনের ভাইকে বিচ্ছেদ দিয়ে নতুন সম্পর্কে জড়িয়েছেন মাল্লা। যদিও ছেলে আরহানের দায়িত্ব সমান ভাবেই পালন করেন দুজনে। বিদেশে পড়াশোনা করছেন আরবাজ ও মালাইকার একমাত্র ছেলে আরহান খান। ক্রিসমাস উপলক্ষে দেশে ফিরেছিলেন তিনি। বিচ্ছেদ হয়ে গেলেও বাবা মা দুজনেই একসঙ্গে গিয়েছিলেন ছেলেকে আনতে।

6195 when arbaaz khan dropped in to celebrate with malaika arora
ছুটি কাটিয়ে ছেলের এবার বিদেশে ফেরার পালা। তাই আবারো একসঙ্গেই আরহানকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন আরবাজ ও মালাইকা। সেই ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তা দেখেই নেটিজেনদের ট্রোল, প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

কী দেখা গিয়েছে ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে আরহানকে বিমানবন্দরে ছাড়তে এসে গল্পে মেতেছেন আরবাজ মালাইকা। হঠাৎ করেই জুতোর ফিতে বাঁধার জন‍্য ঝুঁকে পড়েন অভিনেত্রী। পেছনে দাঁড়িয়ে তখন আরবাজের নজর মালাইকার দিকে। তিনি উঠে দাঁড়াতেই অবশ‍্য তড়িঘড়ি চোখ সরিয়ে নেন সলমনের ভাই।

ভিডিওটি ভাইরাল হতেই বিচিত্র সব মন্তব‍্য করেছেন নেটিজেনরা। একজনের দাবি, আরবাজ নির্ঘাত মালাইকার নিতম্ব দেখছিলেন। আরেকজনের কটাক্ষ, যেভাবেই হোক নিতম্ব দেখাতেই হবে মালাইকাকে। আর কোনো উপায় না পেয়ে জুতোর ফিতে বাঁধতে বসে পড়েছেন।

https://www.instagram.com/reel/CZpLfynK5vz/?utm_medium=copy_link

এর আগে ক্রিসমাসের দিনেও ছেলে আরহানকে জড়িয়ে ট্রোলড হন মা মালাইকা। বড়দিনে পরিবারের সকলের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল মালাইকা ও আরহানকে। শীত হোক বা গ্রীষ্ম, বরাবর খোলামেলা পোশাকেই দেখা মেলে অভিনেত্রীর। ছেলে পাশে থাকলেও পছন্দ মতো পোশাক পরতে কখনোই দ্বিধা করেন না তিনি।

পাপারাৎজি মা ছেলেকে অনুরোধ করেন একসঙ্গে পোজ দিতে। মায়ের সঙ্গে ছবি তুলতে রাজি হলেও যেন কিছুটা আড়ষ্ট ভাব দেখা যায় আরহানের মধ‍্যে। যেন নিজের মায়ের পাশেই ঠিক স্বচ্ছন্দ হতে পারছেন না তিনি।

Malaika Arora in Reebook x Victoria Beckham collection featured 1366x768 1
সোশ‍্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই একের পর এক কটাক্ষ উড়ে এসেছে মালাইকার দিকে। একজন লিখেছেন, ‘ভারতীয় মহিলাদের কি এই ধরনের পোশাক পরা উচিত? বিশেষ করে যখন তার তরুণ ছেলে তার সঙ্গে রয়েছে!’ আরেকজনের মতে, আরহান একেবারেই মায়ের পাশে দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করছেন না! তাঁর মুখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা।

Niranjana Nag

সম্পর্কিত খবর