দারুণ সুযোগ! এবার প্রতি মাসেই পোস্ট অফিস থেকে পেয়ে যান ২,৫০০ টাকা

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক বিনিয়োগকারীই চান এমন একটি জায়গায় বিনিয়োগ করতে যা সম্পূর্ণ সুরক্ষিত এবং ঝুঁকিহীন। পাশাপাশি, ভালো রিটার্ন-এর দিকটিও মাথায় রাখেন তাঁরা। আর এই সব দিক থেকেই অত্যন্ত সুবিধাজনক ক্ষেত্র হল পোস্ট অফিস।

বছরের পর বছর সুষ্ঠুভাবে গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি, বিনিয়োগকারীদের কাছেও পোস্ট অফিস একটি নির্ভরযোগ্য নাম। যুগের সাথে তাল মিলিয়ে মাঝে মধ্যেই গ্রাহকদের জন্য দারুণ সব স্কিমও নিয়ে আসে পোস্ট অফিস।

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস হল এমনই একটি জনপ্রিয় স্কিম। যেখানে বিনিয়োগকারীরা চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের মাধ্যমে ভালো রিটার্ন পেয়ে থাকেন। বর্তমান প্রতিবেদনে এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল। পোস্ট অফিসের এই স্কিম একটি মান্থলি স্কিম ৷ এই স্কিমের মাধ্যমে আপনার পুরো টাকা গ্যারেন্টি সহ পেয়ে যাবেন। সঙ্গে মিলবে সুদের টাকাও।

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে কেবল ১০০০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকেরা। পাশাপাশি, ১৮ বছর বা তার বেশি বয়সের যে কোনও ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও, একজন ব্যক্তি সর্বাধিক ৩ জনের সঙ্গে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে।

MONEY NEWS 1 5

তবে, এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম রয়েছে ৷ এক বছরের আগে জমানো টাকা এখান থেকে তুলতে পারবেন না গ্রাহকেরা। এছাড়াও, ম্যাচিউরিটি পিরিয়ডের আগে অর্থাৎ ৩ থেকে ৫ বছরের মধ্যে টাকা তুলে নিলে মোট টাকা থেকে ১ শতাংশ টাকা কেটে ফেরত দেওয়া হবে।

যদিও, ম্যাচিউরিটি পিরিয়ডের পরে টাকা তুললে সমস্ত সুবিধা মিলবে এই স্কিমের। পোস্ট অফিসের প্রত্যেক স্কিমে ৬.৬ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যায়। এর ম্যাচিউরিটি পিরিয়ড মোট ৫ বছরের। অর্থাৎ ৫ বছর ধরে গ্যারেন্টিড মান্থলি ইনকাম হতে থাকবে। এককালীন ৪.৫ লক্ষ টাকা রাখলে ৫ বছর ধরে প্রতি বছর পাওয়া যাবে ২৯৭০০ টাকা। অর্থাৎ, মাসিক হিসেবে পাওয়া যাবে ২৪৭৫ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর