বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচটি আগামীকাল অর্থাৎ ১৮ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ভারত জিতলে সিরিজ ভারতের দখল চলে আসবে এক ম্যাচ বাকি থাকতেই। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলেও কিছু পরিবর্তন আসবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে বাদ পড়তে পারেন ইশান কিষান। লোকেশ রাহুল চোটের জন্য দলের বাইরে তিনি। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের কাছে বিকল্প হিসেবে রয়েছে কেবল ঋতুরাজ গায়কোয়াড়। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন তিনি কিছুদিন আগে অবধি।
অফফর্মে থাকলেও বিরাট কোহলিই ৩ নম্বরে ব্যাট করতে নামবেন। ৪ নম্বরে উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্তের নির্বাচিত হওয়া নিশ্চিত, সূর্যকুমার যাদব আগের ম্যাচের মতোই ৫ নম্বরে ব্যাট করতে নামবেন। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ভেঙ্কটেশ আইয়ার এই ম্যাচেও ফিনিশারের ভূমিকা পালন করবেন।
রবি বিশ্নইয়ের পাশাপাশি কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া যেতে পারে এবং যুজবেন্দ্র চাহালকে বাইরে বসতে পারে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে যুজবেন্দ্র চাহাল অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় দল কুলদীপ যাদব, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবি বিশ্নই এবং দীপক চাহারকে ফাস্ট বোলার হিসেবে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে।