বলিউডের মরা গাঙে জোয়ার, দক্ষিণী ইন্ডাস্ট্রিকে চ‍্যালেঞ্জ জানিয়ে প্রথম দিনেই ১০ কোটির ব‍্যবসা ‘গাঙ্গুবাঈ’ আলিয়ার

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রির বাড়বাড়ন্তে ধসে পড়ার মতো অবস্থা হয়েছিল বলিউডের। হিন্দি ছবি ছেড়ে সকলেই ঝুঁকছিল তামিল, তেলুগু গল্পের দিকে। এমতাবস্থায় মরণাপন্ন বলিউডকে একা হাতে টেনে তুললেন আলিয়া ভাট (Alia Bhatt)। প্রথম দিনেই লক্ষ্মীকে ঘরে আনল ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ (Gangubai Kathiawadi)।

শুক্রবার মুক্তি পেয়েছে ২০২২ এর অন‍্যতম বড় ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’। কামাথিপুরার যৌনকর্মী গাঙ্গুবাঈয়ের জীবনকাহিনি নিয়ে বিগ বাজেট ছবি বানিয়েছেন সঞ্জয় লীলা বনশালী। মুক্তির দিনেই প্রেক্ষাগৃহ উপচে পড়ার মতো ভিড় হয়েছে। ফিল্ম সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন আলিয়া।

alia bhatt in role of gangubai
উল্লেখ‍্য, গত বছরের ‘পুষ্পা’ ঝড় কিন্তু এখনো থামেনি বক্স অফিসে। আল্লু অর্জুন ম‍্যাজিকের সামনে ফিকে হয়ে গিয়েছিল কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত রাজকুমার রাও ও ভূমি পেডনেকরের ‘বধাই দো’ও। এমন পরিস্থিতিতে আলিয়ার কাঁধে যে বড়সড় চাপ ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সূত্র বলছে, বলিউডের সম্মান বাঁচাতে সক্ষম হয়েছেন মহেশ ভাট কন‍্যা।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, মুক্তির দিনেই ১০.৫০ কোটি টাকার ব‍্যবসা করেছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’। জানিয়ে রাখি, কোনো ছুটির দিন ছাড়াই কিন্তু মুক্তি পেয়েছে বনশালির এই ছবি। সেকথা মাথায় রাখলে, করোনা আবহে যথেষ্ট ধামাকাদার ওপেনিং হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’র।

এমনকি শত্রুতা ভুলে কঙ্গনা রানাওয়াতও প্রশংসা করেছেন আলিয়ার। ছবির নাম না করেই বাহবা দিয়েছেন তিনি এই মহিলা কেন্দ্রিক ছবিকে। দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রতিপক্ষে যে বলিউড ফের মাথা তুলছে, এক পা এক পা করে আবার আগের রূপে ফিরছে, তাতে খুশি কঙ্গনা। তার জন‍্য আলিয়াকে প্রশংসা করতেও পিছপা হননি অভিনেত্রী।


Niranjana Nag

সম্পর্কিত খবর