বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালের (Serial) টিআরপি নিয়ে চ্যানেল গুলোর মধ্যে লড়াই দীর্ঘদিনের। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। বাংলা বিনোদন দুনিয়ায় প্রথম সারির চ্যানেল হল স্টার জলসা (Star Jalsha)। বিগত চার সপ্তাহ ধরে এই চ্যানেলেরই সিরিয়াল ‘গাঁটছড়া’ বাংলা সেরার খেতাব পেয়ে আসছে।
এর জন্য জি বাংলার ‘মিঠাই’কে হারাতে হয়েছে তাদের। সেই হারানো স্থান পুনরুদ্ধার করতে মরিয়া জি বাংলা। তাই এবার একাধিক নতুন সিরিয়াল নিয়ে হাজির স্টার জলসা। সদ্য শুরু হয়েছে ‘গুড্ডি’। সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছেন রণজয় বিষ্ণু, শ্যামৌপ্তি এবং মধুরিমা বসাক।
আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে গুড্ডি। বেশিরভাগ সিরিয়ালের মতো এখানেও একাধিক বিয়ের গল্প থাকবে বলেই শোনা গিয়েছে। সন্ধ্যা ছটার স্লটে রাখা হয়েছে ‘গুড্ডি’কে। কিন্তু এখানেই শেষ নয়। আরো একটি সিরিয়ালের সম্প্রচার শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে।
নতুন সিরিয়ালের নাম ‘গোধূলী আলাপ’ (Godhuli Alap)। সিরিয়ালের অন্যতম আকর্ষণ নায়ক চরিত্রে থাকা প্রখ্যাত অভিনেতা কৌশিক সেন। অসমবয়সী নারী পুরুষের বিয়ের গল্প নিয়ে শুরু হতে চলেছে এই সিরিয়াল। এখনো পর্যন্ত কোনো টাইম স্লট দেওয়া হয়নি গোধূলী আলাপ এর জন্য। তবে মনে করা হচ্ছে সম্ভবত স্টারের তুলনামূলক পুরনো সিরিয়াল ‘বরন’কে অকালে শেষ হতে হবে নতুনের জন্য।
গত বছরের এপ্রিল থেকে পথচলা শুরু হয় বরনের। এখনো এক বছরও কাটতে পারেনি। তার আগেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার গুঞ্জনে ক্ষুব্ধ তিথি রুদ্রিকের অনুরাগীরা। স্টার জলসার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ক্ষোভ উগরে দিয়েছেন তারা। এমনকি গোধূলী আলাপকে শাপশাপান্ত করাও চলছে।
প্রসঙ্গত, কম টিআরপি থাকায় মাঝপথেই সিরিয়াল শেষ হয়ে গিয়েছে এমন উদাহরণ অনেক রয়েছে। এবারো সম্ভবত তেমনটাই ঘটতে চলেছে বরনের সঙ্গে। ইতিমধ্যেই একবার সম্প্রচারের সময় বদলানো হয়েছে এই সিরিয়ালের। কিন্তু শেষরক্ষা হয়তো করা যাবে না। যদিও এখনো পর্যন্ত চ্যানেলের তরফে কোনো ঘোষনা করা হয়নি।