বাংলাহান্ট ডেস্ক: অসাধ্য সাধন করলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তাঁর ‘কাঁচা বাদাম’ এর জনপ্রিয়তা দেশ ছেড়ে পৌঁছেছে বিদেশে। বাংলারই এক প্রত্যন্ত গ্রামের বাদাম ওয়ালা যে এই উচ্চতায় পৌঁছাতে পারেন তা সোশ্যাল মিডিয়া না থাকলে জানাই যেত না। ‘বাদাম কাকু’র গান তো বিদেশিদের নাচিয়েছেই, এবার খোদ ভুবন গান গাইতে চলেছেন এক আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে!
সোশ্যাল মিডিয়া ম্যাজিক দেখাতে পারে। একথা বললে এখন আর এতটুকু বাহুল্য করা হয় না। নইলে বাংলার বীরভূমের এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর রাতারাতি এমন ভাইরাল হয়ে যেতে পারেন যে তাঁর গান বাজতে শুরু করবে সারা বিশ্ব জুড়ে? নেটদুনিয়ায় কার্যত সবই সম্ভব।
বাদামের বিক্রি ভাল হওয়ার জন্য নিজের সুবিধার্থে গান বেঁধেছিলেন ভুবন। গেয়েওছিলেন তিনি। সে গান যে কেমন করে নেটপাড়ায় ছড়িয়ে পড়ল তা জানার সাধ্য কারোর নেই। কিন্তু জনপ্রিয়তার চূড়ায় উঠে গিয়েছে ভুবন। তাঁর গানের রিমিক্স ভার্সনে কোমর দোলাচ্ছেন আট থেকে আশি।
প্রথম প্রথম ভাইরাল হওয়ার কোনো লাভই পাননি ভুবন। কিন্তু ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। শুভাকাঙ্খীদের পাশে পান ভুবন। নিজের প্রতিভার যথার্থ দামও পেয়েছেন তিনি। তিন লক্ষ টাকায় ভুবনের গানের স্বত্ব কেনা হয়েছে। নিত্য নতুন গান বাঁধছেন তিনি। এখন আর বাদাম বেচে দিন গুজরান করতে হয় না ভুবনকে। তিনি এখন ‘সেলিব্রিটি’।
এবার ভুবনের সাফল্যের মুকুটে জুড়ল আরো এক নতুন পালক। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আন্তর্জাতিক মানের এক র্যাপার গায়কের সঙ্গে গান গাইতে চলেছেন ভুবন। সম্প্রতি নাকি ওই তারকার এজেন্ট যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। তবে সেই র্যাপার গায়ক কে তা জানা যায়নি। আদৌ ভুবন প্রস্তাব পেয়েছেন কিনা সেটাও নিশ্চিত নয়।
সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা কিনেছিলেন ভুবন। তাঁর ইচ্ছা, ছেলে গাড়ি চালিয়ে রোজগার করবে। সেই গাড়িটাই চালানো শিখছিলেন তিনি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে ভুবনের গাড়ি। সেই গাড়ি দুর্ঘটনা নিয়েই আস্ত একখানা গান বানিয়ে ফেলেছেন ভুবন। কীভাবে দুর্ঘটনা ঘটল, ঈশ্বরের কৃপায় কীভাবে তিনি বেঁচে ফিরলেন সবটাই জানিয়েছেন গানের সুরে।