সহজে নিস্তার নেই, গাড়ি চালক গ্রেফতারের পর ফের বেজি কাণ্ডে জেরার মুখে শ্রাবন্তী

বাংলাহান্ট ডেস্ক: আইনি ঝামেলা থেকে অব‍্যাহতি পাচ্ছেন না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee)। বেজি কাণ্ড যেন তাঁর গলায় কাঁটার মতো বিঁধে রয়েছে। এই ঘটনায় অভিনেত্রীর গাড়ি চালক ইতিমধ‍্যে গ্রেফতার হলেও এখনো দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে শ্রাবন্তীর। সোমবার ফের তদন্তকারী আধিকারিকদের জেরার সম্মুখীন হন তিনি।

সোমবার বেলা বারোটা নাগাদ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দফতরে হাজিরা দেন শ্রাবন্তী। এর আগে ৮ ও ৯ মার্চ অভিনেত্রীর পাশাপাশি ঘটনার দিন শুটিং সেটে থাকা লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই প্রসঙ্গে কিছু প্রশ্নের উত্তর খুঁজতেই আবার ডেকে পাঠানো হয় শ্রাবন্তীকে। এদিন তাঁর বয়ান রেকর্ড করা হয়।

Srabanti Chatterjee Haircuts
বেজি কাণ্ডে ইতিমধ‍্যেই গ্রেফতার হয়েছেন শ্রাবন্তীর গাড়ি চালক। শিকল পরানো একটি বেজির ছানার সঙ্গে ছবি তোলার জন‍্য বন‍্যপ্রাণ সুরক্ষা আইনের আওতায় অভিযোগ দায়ের করা হয়েছিল শ্রাবন্তীর বিরুদ্ধে। বন দফতর সূত্রে খবর, ব‍্যাপারটা যে বেআইনি সেটা বুঝতে পারেননি শ্রাবন্তী।

সোশ‍্যাল মিডিয়ায় যে ছবিটি নিয়ে এত বিতর্ক, জানা যাচ্ছে শুটিংয়ের জন‍্যই সেই বেজির ছানাটি আনা হয়েছিল। ছানাটিকে দেখে ভাল লাগে শ্রাবন্তীর। তাই ছবি তুলে শেয়ার করেছিলেন নেটমাধ‍্যমে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময়েই নিজের গাড়ির চালক ভরত হাতির কথা বলেছিলেন শ্রাবন্তী।

এরপরেই তাঁকে ডেকে পাঠানো হয়। জানা যাচ্ছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখে ভরত স্বীকার করেন যে বেজিটি তাঁরই। নেপালগঞ্জে নিজের বাড়িতেই বেজিটিকে তিনি পোষ‍্য হিসাবে রেখেছেন, তাও বহুদিন ধরে। সেদিন শুটিংয়ের জন‍্য নিয়ে গিয়েছিলেন সেটে। শ্রাবন্তী তখনি ছবি তোলেন বেজিটির সঙ্গে।

তদন্তকারী অফিসাররা ভরতের নেপালগঞ্জের বাড়িতে গিয়ে বেজিটিকে উদ্ধার করেছেন বলে খবর। জানা গিয়েছে, ভরত শ্রাবন্তীর ব‍্যক্তিগত গাড়ির চালক নন। সেদিন শুটিংয়ের সময় অভিনেত্রীকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।

জিজ্ঞাসাবাদের পর শ্রাবন্তী জানান, বেজির সঙ্গে যে ছবিটি তিনি তুলেছিলেন সেটি নিয়ে তদন্ত চলছে। যার বেজি তিনি এসেছিলেন। অভিনেত্রী জানান, শুটিংয়ের জন‍্য আনা হয়েছিল বেজিটি। তিনি ধরে আদর করছিলেন শুধু।

Niranjana Nag

সম্পর্কিত খবর