বাংলাহান্ট ডেস্ক: জয়ের ধারা অব্যাহত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর। এক সপ্তাহেই ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে ছবির বক্স অফিস কালেকশন। যে ছবির কাছে অনেকেই তেমন কিছু আশা করেননি, সেই কাশ্মীর ফাইলসই একের পর এক রেকর্ড ভাঙছে বক্স অফিসে। এবার আমির খানের (Aamir Khan) সুপারহিট ‘দঙ্গল’কেও (Dangal) ছাপিয়ে গেল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি।
মুক্তির পর মাত্র আট দিনে ১১৬ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে দ্য কাশ্মীর ফাইলস। জানা যাচ্ছে, শুক্রবার ১৯.১৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এর আগে দঙ্গল ছবিটির রেকর্ড ছিল অষ্টম দিনে ১৮.৫৯ কোটি টাকা ব্যবসার। কিন্তু সেই রেকর্ডকেও এবার ভেঙে দিল দ্য কাশ্মীর ফাইলস।
শুরুটা মাত্র সাড়ে তিন কোটি টাকা দিয়ে করেছিল দ্য কাশ্মীর ফাইলস। দ্বিতীয় দিন থেকে ব্যবসা বাড়তে থাকে এই ছবির। গত ১১ মার্চ মুক্তি পেয়েছেন দ্য কাশ্মীর ফাইলস। ১২ মার্চ ৮.৫ কোটি টাকা ঘরে তুলেছিল ছবিটি। তৃতীয় দিনে এক ধাক্কায় অঙ্কটা গিয়ে পৌঁছায় ১৫.১ কোটিতে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি দ্য কাশ্মীর ফাইলসকে।
তারপর ১৫ কোটি থেকে ব্যবসা বেড়ে দাঁড়ায় ১৮ কোটি ও তারপর ১৯ কোটিতে। শুক্রবার পর্যন্ত মোট ১১৬.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস। ফিল্ম সমালোচকদের মতে, দ্বিতীয় সপ্তাহের শেষে ১৫০ কোটি ছুঁয়ে ফেলতে পারে এই ছবি।
ব্যবসার সঙ্গে সঙ্গে বেড়েছে স্ক্রিনের সংখ্যাও। প্রথমে প্রায় ৬০০ র কাছাকাছি স্ক্রিন পেয়েছিল এই ছবি। কিন্তু যে পরিমাণে দর্শকদের চাহিদা বাড়ছে তাতৃতীয় দিনে ২০০০ টি স্ক্রিনে চলেছে দ্য কাশ্মীর ফাইলস। প্রচারের অভাব, কম বাজেট, সাধারণ দিনে মুক্তির মতো ঝুঁকি ছিল এই ছবির ক্ষেত্রে।
উপরন্তু দ্য কাশ্মীর ফাইলসের প্রতিপক্ষও কিন্তু যথেষ্ট শক্তিশালী। কিন্তু তবুও গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, রাধে শ্যাম ও ব্যাটম্যানকে কড়া টক্কর দিয়ে এগিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি। সবার মুখেই এখন এই ছবিরই নাম। আরো ২০০০ টি স্ক্রিন বাড়াতে হয়েছে বলে খবর সূত্রের। জানা যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহে নাকি প্রায় ৪০০০ টি স্ক্রিনে চলবে দ্য কাশ্মীর ফাইলস। হল মালিকরাও নাকি এই ছবির পক্ষেই রয়েছেন বেশিরভাগ।