ভোটের আগে পাণ্ডবেশ্বরে উদ্ধার চাঞ্চল্যকর জিনিস! ছড়াল আতঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মধ্যে আটটি তাজা বোমা উদ্ধার হল লাউদোহা এলাকায়। সোমবার গভীর রাতে পাণ্ডবেশ্বর বিধানসভার মাধাইগঞ্জ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় এবং এই এলাকার একটি নির্জন জায়গা থেকে আটটি তাজা বোমা উদ্ধার করেছে সেখানকার পুলিশ। ফলে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

আবার অন্যদিকে মঙ্গলবার সকালে কাঁকসার দেউল এলাকায় জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন সেখানকার পুলিশ। এ ক্ষেত্রে স্থানীয় ব্যক্তিরা সেগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। ফলে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করার কোন পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের, এমনই মত স্থানীয়দের।

আবার অপর ঘটনা ঘটেছে ফারাক্কার শংকরপুর মোড়-এ। ফারাক্কার আম বাগানের মধ্যে বাঁশের ঝাড় থেকে 17 টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ এবং এক্ষেত্রে জয় ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। এলাকায় ঝামেলা পাকানোর জন্য ব্যক্তিটি বোমা রেখেছিল বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তাকে খোঁজাখুঁজি করছিল তারা এবং তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে সেই বোমার আসল রহস্য জানতে পারেনি পুলিশ।

এদিকে পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলা ঝাড়খণ্ড সীমানায় তল্লাশি চালানোর সময় একটি মোটরসাইকেলে উদ্ধার করা হয় একটি পিস্তল ও চার রাউন্ড গুলি। সেই সময় তিন যুবককে ধরে ফেলে পুলিশ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর থেকেই পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। ফলে ডায়মন্ডহারবার জেলা পুলিশের অন্তর্গত 14 টি থানায় 25 টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও রয়েছে 40 রাউন্ড কার্তুজ। বিষ্ণুপুর থানার পুলিশ চার জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে গান পাউডার, পিস্তল ও কার্তুজ সহ একাধিক বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

Sayan Das

সম্পর্কিত খবর