বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের বিনোদন দেওয়ার জন্য সিরিয়ালের কোনো কমতি নেই। একাধিক চ্যানেলে সারাদিন ধরে চলতে থাকে একের এর এক সিরিয়াল। শুধু কাজ সেরে সময় করে টিভির সামনে বসলেই হয়। তবে জনপ্রিয়তার নিরিখে সবার প্রথমে নাম উঠে আসে জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসার (Star Jalsha)। সেরা টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইও হয় এই দুই চ্যানেলের সিরিয়ালের মধ্যেই।
কোনো সপ্তাহে জি বাংলা স্টার জলসাকে ছাপিয়ে যায় তো কখনো উলটে যায় পাশার দান। এই নিয়ে দুই চ্যানেলের দর্শকদের মধ্যেও চলতে থাকে রেষারেষি। একপক্ষ বলে আমি সেরা তো অন্যরা দাবি করে তারাই সর্বেসর্বা। বিষয়টা এখন আর সিরিয়াল আর টিআরপিতে সীমাবন্ধ নেই। রেষারেষি, কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়েছে অ্যাওয়ার্ড শো নিয়েও।
আসলে প্রত্যেক বছর চ্যানেলের সেরা সিরিয়ালগুলির বিভিন্ন বিভাগে সেরা অভিনেতা অভিনেত্রীদের সম্মান জানানোর ব্যবস্থা করে থাকে চ্যানেলগুলি। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২২। পুরস্কার পেয়েছে মিঠাই, এই পথ যদি না শেষ হয়, যমুনা ঢাকি, কড়ি খেলা, অপরাজিতা অপুর মতো সিরিয়ালগুলির অভিনেতা অভিনেত্রীরা।
সেরার আকর্ষণীয় পুরস্কার হাতে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন তাঁরা। জি বাংলার কিছুদিন পর সম্প্রতি অনুষ্ঠিত হল স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডস। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেলর পুরস্কারের ছবি। অর সেটা নিয়েই বিবাদে জড়িয়েছে দুই চ্যানেলের দর্শক।
সম্প্রতি এক নেটনাগরিক দাবি করেন, জি বাংলা অ্যাওয়ার্ড শোতে যে পুরস্কারগুলি দিয়েছে সেগুলি প্লাস্টিকের তৈরি। অন্যদিকে স্টার জলসার দেওয়া পুরস্কারগুলি দামি ধাতুর। নিজের মন্তব্যের সপক্ষে তাঁর যুক্তি, ধাতুর তৈরি অ্যাওয়ার্ডগুলিতে প্রতিবিম্ব ফুটে ওঠে। আর প্লাস্টিকের গুলিতে তা হয় না।
এমনতর দাবি শুনে ক্ষুব্ধ জি বাংলার দর্শকেরা। তাদের পালটা দাবি, ইকো পার্কে এত বড় মঞ্চ বানিয়ে, এত জাঁকজমক করে অ্যাওয়ার্ড শো করেছে চ্যানেল। শুধু তাই নয়, বলিউড থেকেও নামী গায়ক এনেছে পারফর্ম্যান্সের জন্য। এতকিছু করেছে আর প্লাস্টিকের তৈরি পুরস্কার দেবে? এমনটা সম্ভবই নয়। জি বাংলার নাম ছোট করার জন্য এমনটা করা হচ্ছে বলে দাবি নেটিজেনদের একাংশের।